কলকাতা: সামনেই লোকসভা নির্বাচন। এখন থেকেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক দলগুলির ঘুঁটি সাজানোর কাজ। এরই মধ্যে এ রাজ্যে কে কত আসন পাবে তা নিয়ে শুরু হয়েছে তরজা। লোকসভা ভোটে বিজেপি ২৫টি আসনও পাবে না বলে এবার তোপ দাগলেন ফিরহাদ হাকিম৷ তীব্র আক্রমণ শানিয়ে তিনি বলেন, ২৫টি আসন না পেলে কান ধরে ওঠবোস করবেন সুকান্ত মজুমদার।
আরও পড়ুন- এ গ্রামের নাম শুনেই ভেঙে যায় বিয়ে! কিছুতেই ঘুঁচছে না আইবুড়ো নাম
শনিবার হায়দরাবাদে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন বঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার৷ সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সুকান্ত বলেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে তাঁরা ২৫টি আসন পাবেন। সুকান্তের সেই দাবি প্রসঙ্গে ফিরহাদকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘উনি কি এই বিষয়টা আমাকে লিখে দিতে পারবেন যে, বিজেপি বাংলা থেকে ২০২৪-এর লোকসভা নির্বাচনে ২৫টি আসন জিতবে?’’ সেই সঙ্গে তিনি যোগ করেন, ‘‘ওঁকে এটাও লিখে দিতে হবে যে রাজ্যে ২৫টি আসন না পেলে আমি কান ধরে ওঠবোস করব।’’
রাজ্যের পুর ও নগরোন্নয়ণ মন্ত্রীর কথায়, ‘‘আমার মনে হয় ২০২৪ সালে বিজেপি একটা বা দুটি আসন পাবে৷ তার বেশি নয়৷ আমরা চাইছি, ওদের আসন সংখ্যা শূন্যে পাঠিয়ে দিতে৷ যাতে বিজেপি আর এ রাজ্যে মাথা তুলে দাঁড়াতে না পারে।’’ খোঁচা দিয়ে ফিরহাদ আরও বলেছেন, ‘‘বিধানসভা ভোটে অব কি বার ২০০ পার– স্লোগান দিয়ে বিজেপি যে ধাক্কাটা খেয়েছে, তাতে আর এ রাজ্যে তাদের ফিরে আসা সম্ভব নয়। এখন রাজ্যে ওঁরা বিরোধী। কিন্তু যে ভাবে দিন দিন বিজেপির ফাটল চওড়া হচ্ছে, তাতে কোনও ভাবেই ২৫টি আসন পাওয়া সম্ভব নয়। কোনও আসন ধরে রাখতে পারবে কিনা, তা নিয়েও সন্দেহ রয়েছে।’’
প্রসঙ্গদ, ২০১৯ সালে পশ্চিমবঙ্গ থেকে ১৮টি আসনে জয়ী হয়েছিল বিজেপি৷ বিধানসভা ভোটে ২০০ আসনে জেতার হুঙ্কার দিলেও ৭০-এই থেমে যায় তাঁদের রথ৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>