পঞ্চায়েত ভোটে মনোনয়ন নিয়ে ব্লক ঘেরাও করলেই পিটিয়ে তুলবে পুলিশ, হুঁশিয়ারি অনুব্রতের

পঞ্চায়েত ভোটে মনোনয়ন নিয়ে ব্লক ঘেরাও করলেই পিটিয়ে তুলবে পুলিশ, হুঁশিয়ারি অনুব্রতের

020a84050c4fdeecd5dd2dc790952c82

বোলপুর: গত পঞ্চায়েত ভোটে শাসক দল যে দাপট দেখিয়েছিল, তা প্রায় সকলেরই জানা৷ তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে অভিয়োগ, তিনি রাস্তায় ‘উন্নয়ন’ দাঁড় করিয়ে বিরোধী প্রার্থীদের মনোনয়নটুকুও জমা দিতে দেননি৷ অনুব্রত নিজেও সে কথা বিলক্ষণ জানেন৷ এবার পঞ্চায়েত ভোট আসার আগেই তাঁর ঘোষণা, তিনি চান নির্বাচনে সব কটি রাজনৈতিক দল যেন প্রতিদ্বন্দ্বিতা করে৷ এমনকি তাঁর হুঁশিয়ারি, মনোনয়ন জমা দেওয়া নিয়ে কোথাও ব্লক অফিস ঘেরাও করা হলে ‘পুলিশ তা পিটিয়ে  তুলে দেবে’৷

আরও পড়ুন- এগিয়ে আসতে পারে পঞ্চায়েত ভোট? অনেক ইঙ্গিত মিলছে

আগামী ২১ জুলাই শহিদ দিবস৷ সেই উপলক্ষে মঙ্গলবার সিউড়ি মহকুমা এলাকার দলীয় নেতাকর্মীদের নিয়ে বৈঠকে বসেছিলেন অনুব্রত। ওই বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিং, সভাধিপতি বিকাশ রায়চৌধুরী সহ অন্যান্য নেতারা। দলীয় সূত্রে খবর, ওই বৈঠকেই স্বচ্ছ ভাবে পঞ্চায়েত ভোট করানোর নির্দেশ দেন তৃণমূলের এই দোর্দণ্ডপ্রতাপ নেতা। তিনি বলেন, কোথাও যাতে জোরজুলুম না হয়৷ তা দেখতে হবে কর্মীদেরই৷  

প্রসঙ্গত, গত কয়েক মাসে গরু পাচার থেকে ভোট পরবর্তী হিংসা মামলায় বারবার তাঁকে ডেকে পাঠিয়েছে সিবিআই৷ তার মধ্যে শরীরও ভাল নয় তাঁর। বেশ কয়েকবার এসএসকেএম-এর চক্কর কাটতে হয়েছে ৷ এই সব কারণে গত প্রায় দেড় মাস  দলের সাংগঠনিক কাজের দিকে সে ভাবে নজর দিতেও পারছিলেন না। বরং বারবার বোলপুর থেকে কলকাতায় ছুটতে হয়েছে৷ তবে পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে তাঁর নির্দেশ মতোই বীরভূমে অঞ্চল-ভিত্তিক কর্মী সম্মেলন শুরু করা হয়৷ কিন্তু, অনুব্রতের অনুপস্থিতির জন্য সভায় সে ভাবে ভিড় হচ্ছিল না। যা নিয়ে অস্বস্তিতে পড়েছিল দল৷ এমন অবস্থায়, মঙ্গলবার বোলপুরে দলীয় কার্যালয়ে চেনা মেজাজে ধরা দিলেন অনুব্রত মণ্ডল। নিজের ভঙ্গিতে পঞ্চায়েত ভোট নিয়ে দিলেন হুঁশিয়ারি৷