ছোটদের কবিতার জন্য মনটাকে বাচ্চাদের মতো করতে হয়, নেতিবাচক নয়, ইতাবাচক ভাবার পরামর্শ মমতার

আগে কবিতা নিয়ে এত প্রশ্ন উঠত না, এখন কেন? ‘হরে কর কম্বা’র ব্যাখ্যা দিলেন মমতা

কলকাতা: ছোটদের কবিতা লিখতে গেলে ছোটদের মতো ভাবতে হয়৷ বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে স্টুডেন্টস ক্রেডিট কার্ড বিলির অনুষ্ঠানে এমনই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর কথায়, নেতিবাচক কথা নিয়ে কী ভাবে বিতর্ক তৈরি করা যায়, আমরা সে দিকে নজর দিই৷ অথচ আমরা প্রতিদিন কত সৃষ্টি করি৷ সেসব নিয়ে মিডিয়া মাথা ঘামায় না৷ কাজ যে করে, সে ভুলও করে৷ ভুল হলে তা সংশোধনও করা যায়৷ 

আরও পড়ুন- বাংলার শিক্ষার মান সিবিএসই, আইসিএসই’র সমান, দাবি মমতার

মমতা বলেন, ‘‘আমরা যখন ছোট ছিলাম, কত কবিতা পড়তাম। ‘আয় বৃষ্টি ঝেঁপে, ধান দেব মেপে’, ‘কাঠবেড়ালি তুমি আমার বন্ধু হবে’, ‘এক্কা দোক্কা তেক্কা’, এগুলো নিয়ে কেউ কখনও প্রশ্ন করেননি৷  এরা যে কী গ্রুপ জানি না। হয়তো তাঁরা সমাজের একটা বড় অংশ। তাঁদের আমি সম্মান জানাই। কিন্তু ভাবতে বলব। আপনি যখন বাচ্চাদের জন্য কিছু তৈরি করবেন, আপনাকে প্রথমে বাচ্চা সাজতে হবে, আপনার মনটাকে বাচ্চাদের মতো করতে হবে…৷’’ তিনি আরও বলেন, ‘‘যখন ছাত্রছাত্রীদের পড়াবেন, তখন তাঁদের মনের কথা বুঝতে হবে৷ কেউ কেউ পুরোটা না দেখে হঠাৎ চিৎকার করতে শুরু করেন। একেবারে হরে করে কম্বার মতো। আমি আবার এটা বললে ওঁরা বলবেন, এটা কিছু হয়? হ্যাঁ, নিশ্চয়ই হয়। আগেকার দিনের কবিতার বইগুলো দেখে নিন। অনেক কিছু চোখে পড়বে। নদী নিয়েও পড়বে, শিক্ষা নিয়েও পড়বে, প্রকৃতি নিয়েও পড়বে, সবুজ নিয়েও …।’’ 

প্রসঙ্গত, ছোটদের জন্য বই লিখেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর লেখা কবিতার বই ঘিরে বিস্তর সমালোচনাও হয়েছে। সম্প্রতি ‘কবিতা বিতান’ কাব্যগ্রন্থের জন্য মুখ্যমন্ত্রীকে বাংলা আকাদেমি বিশেষ পুরস্কারে সম্মানিত করা হয়। যার প্রবল বিরোধিতা করেন বিশিষ্ট জনেদের একাংশ। সেই প্রেক্ষিতেই এদিন মমতা ছোটদের কবিতার প্রসঙ্গ তুলে ধরেন বলে মনে করা হচ্ছে।