কলকাতা: ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষার সুবিধায় রাজ্য সরকার আরও এক দফায় স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। বৃহস্পতিবার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামের এক অনুষ্ঠানের মঞ্চ থেকে এই কাজই করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই অনুষ্ঠান থেকেই রাজ্যের শিক্ষার মান নিয়ে মন্তব্য করলেন তিনি। জানালেন, বাংলার শিক্ষার মান সিবিএসই, আইসিএসই’র সমান।
আরও পড়ুন: বিতর্কের মাঝেই অগ্নিপথ প্রকল্পে নিয়োগ বিজ্ঞপ্তি বায়ুসেনার
এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী দাবি করেছেন, বাংলার ছেলেমেয়েদের সঙ্গে আগে সিবিএসই, আইসিএসই’র পড়ুয়াদের অনেক তফাৎ থাকত, কিন্তু এখন তত থাকে না। উচ্চ শিক্ষায় আগের থেকে অনেক ভালো ফল করছে বাংলার ছেলে মেয়েরা। দুই ক্ষেত্রে শিক্ষার মান এক হয়ে গিয়েছে। তিনি জানান, যাদবপুর ও কলকাতা বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষায় এক নম্বরে। বাংলার ছেলেরা এখন স্নাতক হলেই বিদেশে পড়ার সুযোগ পান। এই কথা বলার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় কর্মসংস্থান নিয়েও মন্তব্য করেন। বলেন, রাজ্যে ৩০ হাজার কর্মসংস্থান হয়েছে। একাধিক প্রকল্প তৈরি করেছে রাজ্য সরকার যাতে বাংলায় কাজ করার জায়গা বেড়েছে। এছাড়া তিনি জানান, আর্থিক বাধায় যাতে কেউ পড়াশোনার সুযোগ না হারান তার দিকেও নজর রেখে কাজ করছে সরকার।
উল্লেখ্য, এদিন ৮ হাজার পড়ুয়াদের হাতে স্টুডেন্ট ক্রেডিট কার্ড বিতরণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া সিভিল সার্ভিস কোচিং সেন্টারের উদ্বোধন করেন তিনি। মুখ্যমন্ত্রী গত বছর জুন মাসে এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পটির সূচনা করেছিলেন। এই প্রকল্পে উচ্চ শিক্ষার জন্য ছাত্র-ছাত্রীরা চার শতাংশ সুদে দশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাবেন। ঋণ হাতে পাওয়ার ১৫ বছরের মধ্যে তা শোধ করতে হবে।