বিবেকানন্দের বাড়িতে দ্রৌপদী মুর্মূ,স্বামীজিকে শ্রদ্ধার্ঘ্য রাষ্ট্রপতি পদপ্রার্থীর, সঙ্গী সুকান্ত-শুভেন্দু

বিবেকানন্দের বাড়িতে দ্রৌপদী মুর্মূ,স্বামীজিকে শ্রদ্ধার্ঘ্য রাষ্ট্রপতি পদপ্রার্থীর, সঙ্গী সুকান্ত-শুভেন্দু

5a8a7d0a18db0752c45afd193078eaf9

কলকাতা: রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ-র প্রার্থী তিনি৷ নির্বাচনের আগে জোর প্রচার চলছে তাঁর৷ আপাতত তিনি এসেছেন দু’দিনের বাংলা সফরে৷ মঙ্গলবার ছিল তাঁর সফরের দ্বিতীয় দিন৷ এদিন কলকাতায় সিমলা স্ট্রিটে স্বামীজির ভিটেমাটি ছুঁয়ে দেখলেন দ্রৌপদী মুর্মু৷

আরও পড়ুন- প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত জনস্বার্থ মামলায় রাজ্যের আবেদন খারিজ হাই কোর্টে

মঙ্গলবার সকাল তখন ৯টা ১৭ মিনিট৷ বিজেপি জোট শিবিরের রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুর গাড়ি এসে দাঁড়ায় স্বামীজির বাড়ির সামনে। বিবেকানন্দের বাড়িতে তাঁর আসার আগেই নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলা হয় গোটা এলাকা৷ এদিন দ্রৌপদীর সঙ্গে ছিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী, আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পল সহ রাজ্যের অন্যান্য নেতা এবং বিধায়কেরা। তাঁর সঙ্গে এসেছিলেন বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রীও। সকলকে সঙ্গে নিয়েই স্বামীজীর বাড়ির ভিতরে প্রবেশ করেন দ্রৌপদী। স্বামীজির ছবিতে ফুল মালা দিয়ে শ্রদ্ধা নিবেদনও করেন তিনি৷ শ্রদ্ধা জানান রামকৃষ্ণ পরমহংসদেব, মা সারদা দেবী এবং তাঁদের পাশেই থাকা মা কালীর মুর্তিতে৷ 

স্বামীজির বাড়িতে আগে থেকেই উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশন এবং মঠের সন্ন্যাসীরা। সকলের সঙ্গে বিশেষ প্রার্থনায় অংশ নেন ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপাল দ্রৌপদী মুর্মু। তাঁর হাতে স্বামীজির ছবি, তাঁর বই তুলে দেন সন্ন্যাসীরা৷ সেই সঙ্গে একটি লাল পাড় সাদা শাড়ি এবং একটি শালও উপহার দেওয়া হয় তাঁকে। সেখানে বসেই শাড়িটি খুলে দেখছেন দ্রৌপদী। আগামী দিনে তিনি ফের আসবেন বলেও জানান ওডিশার বিজেপি নেত্রী৷