প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত জনস্বার্থ মামলায় রাজ্যের আবেদন খারিজ হাই কোর্টে

প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত জনস্বার্থ মামলায় রাজ্যের আবেদন খারিজ হাই কোর্টে

d4e3bf00e0250202271f74484ad43aec

কলকাতা: প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগে কলকাতা হাই কোর্টে দায়ের জনস্বার্থ মামলায় রাজ্যের আবেদন খারিজ করল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। উচ্চ আদালতের নির্দেশ, আগামী চার সপ্তাহের মধ্যে হলফনামা দিতে হবে রাজ্যকে৷ 

আরও পড়ুন- GST-র কোপে খরচ বাড়বে প্রায় ১২৫ কোটি টাকা! স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে উদ্বেগে নবান্ন

এই মামলায় রাজ্যের যুক্তি ছিল, এত বছর পর এই বিষয়ে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে৷ ফলে তা গ্রহণযোগ্য নয়৷ কিন্তু এদিন রাজ্যের সেই আপত্তি খারিজ করে দেয় কলকাতা হাই কোর্ট। একই সঙ্গে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ জানায়, ২০১৪ সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাটি আদালতে গ্রহণযোগ্য। আগামী ১৬ অগস্ট এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।  

প্রাথমিকে নিয়োগ দুর্নীতির অভিযোগে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন বিজেপি নেতা তাপস ঘোষ। তিনি প্রশ্ন তুলেছিলেন, কেন নিয়োগের আগে মেধাতালিকা প্রকাশ করা হল না?  সেই সঙ্গে এক্ষেত্রে অর্থের লেনদেন হয়েছিল কি না, তা জানতে ইডি ও সিবিআইকে দিয়ে তদন্তের আর্জি জানিয়েছিলেন মামলাকারী। তার উত্তর পেতেই হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর৷