‘তৃণমূল জানসে প্যায়ারা’, ভিড়ে ঠাসা ধর্মতলায় গানের তালে মাতোয়ারা জনজোয়ার

‘তৃণমূল জানসে প্যায়ারা’, ভিড়ে ঠাসা ধর্মতলায় গানের তালে মাতোয়ারা জনজোয়ার

কলকাতা: ২১ জুলাই নিয়ে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে৷ দু’দিন আগে থেকেই কলকাতায় আসতে শুরু করেছিলেন দলের কর্মী-সমর্থকরা৷ বাস, ট্রেন, মেট্রো তো বটেই লঞ্চে করেও আসছে মানুষ৷ বৃহস্পতিবার চুঁচুড়ার ফেরিঘাট থেকে লঞ্চে করে ধর্মতলায় সভাস্থলের উদ্দেশে রওনা দেন দলীয় কর্মরা৷ উৎসবের আমেজে স্লোগান তুলে ক্রমেই ধর্মতলায় সভাস্থলের দিকে এগিয়ে চলেছে মানুষ৷ কেউ কেউ আবার গলায় টাঙিয়েছেন দলনেত্রীর ছবি৷ এরই মধ্যে গানের তালে মেতেছে জনসমুদ্র৷ 

আরও পড়ুন- কেউ দমিয়ে রাখতে পারবে না! কর্মীদের উজ্জীবিত করে বললেন অভিষেক

মঞ্চে শুরু হয়েছে গানের অনুষ্ঠান৷ কখনও মেরে জান হিন্দুস্তান৷ কখনও হিন্দি গানের সুরে ‘তৃণমূল জানসে প্যায়ারা’-য় গমগম করছে ধর্মতলার চত্বর। সুরে সুরে মাথা দোলাচ্ছেন উপস্থিত সমর্থকের দল। তারই মাঝে সমাবেশ মঞ্চ থেকে ভিড়ের উদ্দেশে আসছে নেতৃত্বের নির্দেশ।