‘বিজেপির মেরুদণ্ড বাঁকা’, মঞ্চে উঠেই নিশানা মমতার

‘বিজেপির মেরুদণ্ড বাঁকা’, মঞ্চে উঠেই নিশানা মমতার

11987f8841381e906d3324c6fe6ba47a

কলকাতা: ২১ জুলাই শহিদ সমাবেশের মঞ্চে বক্তব্য রাখতে উঠেই বিজেপি শিবিরকে চরম নিশানা করলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সকলকে বললেন, বিজেপির মেরুদণ্ড বাঁকা, কিন্তু তৃণমূল কংগ্রেসের মেরুদণ্ড সোজা ছিল এবং আছে। কেন বিজেপিকে এমন আক্রমণ করলেন মমতা সেটা নিজেই বুঝিয়ে দিলেন। তিনি বলেন, বিজেপির লড়াই করার ক্ষমতাই নেই, কিন্তু তৃণমূলের আছে। কেন এমন বললেন তিনি?

আরও পড়ুন- ২১-এর শহিদ মঞ্চে এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, করতালিতে ফেটে পড়ল ধর্মতলা

মমতার কথায়, বিজেপির মেরুদণ্ড বাঁকা, তৃণমূল কংগ্রেসের সোজা ছিল, থাকবে। বিজেপির মেরুদণ্ডে একদিকে ইডি, একদিকে সিবিআই, অন্যদিকে আয়কর, আরেক দিকে জিএসটি। কিন্তু তৃণমূল মাথা উঁচু করে চলে। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে ওঠার আগে বেশ কয়েক মিনিট ব্যাপক বৃষ্টি হয়। কিন্তু জনসমুদ্র থেকে কেউ সরে যাননি। মমতা সেই ইস্যুর প্রশংসা করে বলেন, আজকে যেভাবে বৃষ্টি হয়েছে তাতে তৃণমূলের কোনও কর্মীকে নড়াতে পারেনি। কিন্তু ২০২৪ সালে এই রকম বৃষ্টিই বিজেপিকে ভাসিয়ে নিয়ে চলে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *