কলকাতা: ২১ জুলাইয়ের মঞ্চ থেকে দলীয় কর্মী সমর্থকদের চাগিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ বললেন, এই তৃণমূল গরম লোহা। এই দলে কোনও মীরজাফর নেই৷ এই দলকে যত আঘাত করবে ততই শক্ত হবে। তাঁর কথায়, পদ প্রাক্তন হতে পারে। কিন্তু দলের কর্মীরা কখনও প্রাক্তন হতে পারে না। আমি দলের কর্মী হয়েই থাকতে চাই৷
আরও পড়ুন- এই তৃণমূলে কোনও মীরজাফর নেই, এই তৃণমূল গরম লোহা: অভিষেক
এদিন অভিষেক আরও বলেন, বাংলার টাকা বাংলাই জোগাবে, দিল্লির কাছে হাত পাতবে না পশ্চিমবঙ্গ৷ প্রকল্প হলে শুধু বাংলার নামেই হবে। বাংলা আবাস যোজনা হবে। বাংলা সড়ক যোজনা হবে। তাতে যদি কেন্দ্র টাকা দিতে না চায়, তাহলে বাংলার সেই টাকা লাগবে না। বাংলা কোনও দিনই কেন্দ্রের ভরসায় ছিল না। আগামীতেও থাকবেও না।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>