নেতার জলের বোতল বইলেই পঞ্চায়েতের টিকিট মিলবে না, বার্তা অভিষেকের

নেতার জলের বোতল বইলেই পঞ্চায়েতের টিকিট মিলবে না, বার্তা অভিষেকের

a2d4966fe2529c2ea6f797e4cedc4238

কলকাতা:  সামনেই পঞ্চায়েত ভোট৷ কারা টিকিট পাবেন? ২১ জুলাইয়ের মঞ্চ থেকে তা স্পষ্ট করে দিলেন তৃণমূসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষোক বন্দ্যোপাধ্যায়৷  তিনি বলেন, যাঁরা হেরে গিয়েছে তাঁরা ভাষণ দিচ্ছে৷ আশ্বমেধের ঘোড়া আটকে রাখেনি শুধু বেঁধে রেখেছে। মুখ দেখিয়ে, দাদার জলের বোতল বয়ে, এর ওর কাছের লোক বলে টিকিট পাব, তা হবে না৷ যতবড় নেতার ছত্রছায়াতেই থাকুন না কেনস, দল টিকিট দেবে না।  তাঁর সাফ কথা, মানুষ যাঁদের চাইবে, মানুষ যাঁদের সার্টিফিকেট দেবে, তাঁরাই পঞ্চায়েতের টিকিট পাবেন। এর আগেও তিনি একাধিকবার বলেছেন দাদা ধরে পঞ্চায়েতে টিকিট পাওয়া যাবে না। সেই সঙ্গে তিনি আরও একবার জানিয়ে দেন, ঠিকাদারি করলে তৃণমূল করা যাবে না। 

আরও পড়ুন- দলের নাম করে টাকা তোলা? বড় হুঁশিয়ারি দিলেন মমতা

অভিষেক আরও বলেন, তৃণমূল করতে গেলে নীতি, সংগ্রাম, নেত্রীর আদর্শ মেনে চলতে হবে। নিঃস্বার্থ, নির্লোভ হয়ে কাজ  করতে হবে। এই তৃণমূলে মীরজাফর, গদ্দার, বেইমানরা নেই, দুনম্বরি নেই, ধান্দাবাজ নেই। যত তাতাতে, পোড়াবে, সেই লোহ তত শক্তিশালী হবে। দু’চারটে নকুলদানা নিয়ে ভেবেছিল তৃণমূলকে সরাবে৷ কিন্তু, ভাঙা পায়েই মমতা লড়াই করে দেখিয়ে দিয়েছেন৷