কলকাতা: তৃণমূল কংগ্রেসের তরফে নেতা-কর্মীদের দলের নাম করে কোথাও থেকে টাকা না তোলার নির্দেশ দিয়েছে। আজ কলকাতায় শহিদ দিবসের অনুষ্ঠানে অংশ নিয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তৃণমূল কংগ্রেস একটি শৃঙ্খলাবদ্ধ দল। দলের নামে কেউ টাকা তুললে সোজা থানায় গিয়ে অভিযোগ জানানোর পরামর্শ দিয়েছেন তিনি।
আরও পড়ুন- ‘বিজেপির মেরুদণ্ড বাঁকা’, মঞ্চে উঠেই নিশানা মমতার
ব্যক্তির থেকে দল বড় এই কথা মাথায় রেখে তিনি সবাইকে সংবাদ মাধ্যমের সামনে আপত্তিজনক কোনও বিবৃতি না দেওয়ার কথা বলেছেন। দলের কোনও কর্মী খেতে না পেলে তা জানাতে সরাসরি তাঁর সঙ্গে কথা বলার জন্য আগামী তিন মাসের মধ্যে একটি ব্যবস্থা চালু করা হবে বলে বলেও দল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন।
টাকা তোলা এবং ঠিকাদারি করা নিয়ে এদিন মঞ্চ থেকে বার্তা দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তিনি স্পষ্ট বলেছেন, ঠিকাদারি করলে তৃণমূল করা যাবে না! হয়তো কেউ ঠিকাদারি করবে আর নয়তো তৃণমূল করবে। তাঁর বক্তব্য, তৃণমূল করতে গেলে মানুষকে প্রাধান্য দিতে হবে। দলীয় অনুশাসন মানতে হবে। তৃণমূল কারও করে খাওয়ার জায়গা নয়। অভিষেকের কথায়, তৃণমূল করতে হবে নির্ভয়ে, নির্লোভে।