নয়াদিল্লি: শুক্রবার সকালে প্রকাশিত হল সিবিএসই (CBSE) পরীক্ষার ফল। এই বছরই প্রথম দুটি টার্মে পরীক্ষা নিয়েছে সিবিএসই। ফলে সিলেবাসকেও দু’ভাগে ভেঙে পরীক্ষা নেওয়া হয়েছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে। জানা যাচ্ছে এবারের পরীক্ষায় পাশের হার ৯২.৭১ শতাংশে দাঁড়িয়েছে। অন্যদিকে পাশের হারে ছেলেদের ছাপিয়ে গিয়েছে মেয়েরা। এই বছর ছেলেদের তুলনায় অনেকটাই ভালো ফল হয়েছে মেয়েদের। জানা যাচ্ছে চলতি বছরে সিবিএসইতে মেয়েদের পাশের হার ৯৪.৫৪ শতাংশ। অন্যদিকে এই পরীক্ষায় ৯১.২৫ শতাংশ ছাত্র পাশ করেছে বলে জানিয়েছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন।
আরও পড়ুন- উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বড় সিদ্ধান্ত তৃণমূলের, ধনকড়কে কোনওভাবেই সমর্থন নয়
এদিন ফল প্রকাশের পরপরই কৃতি ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছাবার্তা জানিয়ে টুইট করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্র সকালে একটি টুইট বার্তায় মুখ্যমন্ত্রী ছাত্র-ছাত্রীদের পাশাপাশি তাদের শিক্ষক এবং অভিভাবকদেরও অভিনন্দন জানিয়েছেন তাদের কৃতিত্বের জন্য। একই সঙ্গে এই পরীক্ষায় যারা ভালো কল করতে পারেননি তাদের উৎসাহিত করে এদিন মুখ্যমন্ত্রী লেখেন, ‘যারা এবার ভালো কল করতে পারলেন না তারা ভবিষ্যতে আরও জোরদার লড়াই করার প্রস্তুতি নিন।’
Loading tweet…
উল্লেখ্য অতিমারির কথা মাথায় রেখে এই বছর থেকে নতুন পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল সিবিএসই। দুটি ভাগে ভাগ করে এই পরীক্ষা নেওয়া হয়। যদিও প্রথম টার্মের পরীক্ষার পর অনেক ছাত্র-ছাত্রীই অভিযোগ করেছিলেন যে তারা যতটা ভালো পরীক্ষা দিতে পারতেন তত ভালো রেজাল্ট করতে পারেননি। সে কথা মাথায় রেখেই দ্বিতীয় টার্মের পরীক্ষার পর চূড়ান্ত রেজাল্ট তৈরির সময় নতুন নিয়ম কার্যকর করে বোর্ড। জানা যাচ্ছে চূড়ান্ত রেজাল্টে প্রথম টার্মের পরীক্ষার ৩০ শতাংশ নম্বর নেওয়া হয়েছে। বাকি ৭০ শতাংশ নম্বর নেওয়া হয়েছে দ্বিতীয় টার্মের পরীক্ষা থেকে। তবে প্র্যাকটিক্যাল পরীক্ষার ক্ষেত্রে দুটি টার্মেরই সমান নম্বর নেওয়া হয়েছে। নতুন এই পরীক্ষা পদ্ধতিতে ফলাফল হয়েছে অনেকটাই ভালো হয়েছে বলে খবর।