কলকাতা: রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফলের দিয়ে উপ-রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বড় সিদ্ধান্ত নিয়ে নিল তৃণমূল কংগ্রেস। ২১ জুলাই সমাবেশের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এই নিয়ে বৈঠক হয়। সেই বৈঠকের মাঝে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় বেরিয়ে এসে সাংবাদিক বৈঠক করেন। সেখানেই তাঁরা জানান, কোনও ভাবেই এনডিএ প্রার্থী জগদীপ ধনকড়কে তৃণমূল সমর্থন করবে না। তাহলে কি বিরোধী প্রার্থীকে সমর্থন? সেই নিয়েও বড় সিদ্ধান্ত নিয়েছে তাঁরা।
অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানান, উপ-রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদান থেকে বিরত থাকবে তৃণমূল কংগ্রেস! কেন, তার ব্যাখ্যা তিনি দিয়েছেন। অভিষেকের বক্তব্য, জগদীপ ধনকড় বাংলার রাজ্যপাল থাকাকালীন যেভাবে প্রতি পদে বাংলার মানুষের জন্য সমস্যার সৃষ্টি করেছেন, যেভাবে নির্দিষ্ট একটি দলের প্রতি আনুগত্য দেখিয়েছেন, তাতে তাঁকে কোনও ভাবেই সমর্থন করতে পারবে না তৃণমূল। অন্যদিকে, বিরোধী প্রার্থী মারগারেট আলভাকেও তাঁরা সমর্থন করবে না। কারণ, বিরোধীরা তাদের সঙ্গে কোনও আলোচনা না করেই এই সিদ্ধান্ত নিয়েছে। প্রার্থী নির্বাচন করার পর মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে জানানোর চেষ্টা হয়েছে। তাই এই প্রার্থীকে তাঁরা ভোট দেবেন না।
অভিষেক জানান, আজকের বৈঠকে সব সাংসদ উপস্থিত থাকতে না পারলেও অধিকাংশ ছিলেন। প্রত্যেকের বক্তব্য শোনেন মমতা বন্দ্যোপাধ্যায়। সবার মত শোনার পর দেখা যায় উপস্থিত সাংসদদের ৮৫ শতাংশ চাইছেন ভোট দেওয়া থেকে বিরত থাকতে। তাই এই সিদ্ধান্তই গ্রহণ করা হয়েছে।