কলকাতা: এসএসসি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পরেই গ্রেফতার অর্পিতা মুখোপাধ্যায়৷ শনিবার সকালেই আটক করা হয়েছিল রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতাকে৷ এর কয়েক ঘণ্টার মধ্যেই তাঁকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)৷
আরও পড়ুন- ‘এই পরিস্থিতির জন্য প্রস্তুত ছিলাম না’, পার্থর গ্রেফতারি নিয়ে বললেন বিমান
শুক্রবার রাতে দক্ষিণ কলকাতার একটি অভিজাত আবাসনে অর্পিতার ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে প্রায় ২১ কোটি টাকা উদ্ধার করে ইডি। ইডির দাবি, অর্পিতার অন্যতম পরিচয় তিনি রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ। তদন্তকারীরা আরও জানিয়েছেন, নগদ ২১ কোটি টাকার পাশাপাশি অর্পিতার বাড়ি থেকে উদ্ধার হয়েছে ২০টি মোবাইল ফোন৷ উদ্ধার হয়েছে সোনা ও বিদেশি মুদ্রাও। মিলেছে চারটি নোট গোনার মেশিনও৷ ব্যাঙ্ক আধিকারিকদের ডেকে ওই মেশিন ব্যবহার করেই উদ্ধার হওয়া অর্থ গোনা হয় বলে দাবি তদন্তকারীদের।
শুক্রবার রাত ৮টা ১০ নাগাদ ইডির টুইটার হ্যান্ডেল থেকে একটি টুইট করে জানানো হয় ‘পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন এবং পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চালানো হচ্ছে।’ তার সঙ্গে পোস্ট করা বয় প্রচুর পরিমাণে নগদ টাকার ছবি৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>