রয়েছে ১০টি ফ্ল্যাট, যোগ বাংলাদেশের সঙ্গে, বিস্ফোরক দিলীপ, সবটাই অসত্য, পাল্টা ‘পার্থ ঘনিষ্ঠ’ মোনালিসার

রয়েছে ১০টি ফ্ল্যাট, যোগ বাংলাদেশের সঙ্গে, বিস্ফোরক দিলীপ, সবটাই অসত্য, পাল্টা ‘পার্থ ঘনিষ্ঠ’ মোনালিসার

3e37956e001cd5bc8afa65fc16539d08

কলকাতা: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে গ্রেফতার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ ফ্ল্যাট থেকে ২০ কোটি টাকা উদ্ধার হওয়ার পর গ্রেফতার করা হয়েছে ‘পার্থ ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়কেও৷ এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র নজরে মোনালিসা দাস৷ অভিযোগ তাঁর নামেও রয়েছে বিপুল অঙ্কের সম্পত্তি৷ অন্তত ১০টি ফ্ল্যাট রয়েছে তাঁর নামে৷ তাছাড়াও অভিযোগ, প্রভাব খাটিয়েই আসানসোলের কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ে যোগ দিয়েছিলেন তিনি৷ ইডি’র নজর মোনালিসার দিকে ঘুরতেই মুখ খুললেন বিজেপি’র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ৷ 

আরও পড়ুন- ‘চোর ধরো, জেল ভরো’, ব্যানার-পোস্টার নিয়ে বিক্ষোভ চাকরিপ্রার্থীদের

এদিন সাংবাদিক বৈঠকে তিনি বলেন, একজনের খোঁজ পাওয়া গিয়েছে, যিনি তিনটি ফ্ল্যাটের মালিক৷ যাঁর বাড়ি থেকে উদ্ধার হয়েছে ২১ কোটি টাকা৷ আরও একজন মহিলার খোঁজ পাওয়া গিয়েছে যাঁর সঙ্গেও পার্থ চট্টোপাধ্যায়ের যোগাযোগ রয়েছে৷ তাঁর নাম মোনালিসা৷ তিনি বিশ্ববিদ্যালয়ে পড়ান৷ শান্তিনিকেতনে থাকেন৷ তাঁর নামে দশটি ফ্ল্যাট আছে৷ দিলীপ ঘোষের আরও অভিযোগ, তাঁর সঙ্গে বাংলাদেশের যোগাযোগ রয়েছে৷ বাংলাদেশে যতায়াত রয়েছে৷ সেই ছবিও রয়েছে তাঁর প্রোফাইলে৷ তাঁর ব্যাগে বঙ্গ বন্ধুর ছবিও রয়েছে৷ ২১-এর মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী নৈতিকতার কথা বলছিলেন৷ তিনি বলেছিলেন নেতারা রিক্সায় চড়ে যাবে৷ কিন্তু তৃণমূলে স্করপিও কালচার চলছে৷ ছোটখাটো নেতাদের কাছেও স্করপিও আছে৷ 

এদিকে আঙুল উঠতেই মোনালিসা বলেন, ‘‘আমি নিজে জানি আমি সততার জায়গাতে রয়েছি৷ যে কথাগুলো হচ্ছে, সেটা নিতান্তই অমূলক৷ কে বলছেন, কী ভাবে বলছেন, সেটা নিয়ে কিছু বলার নেই৷ শুধু এটুকুই বলতে পারি, আমার পড়াশোনা, চাকরি সব বিষয়েই আমি ভীষণভাবে সৎ৷’’ পার্থর সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে মোনালির বক্তব্য, উনি শিক্ষামন্ত্রী ছিলেন৷ আমি একজন শিক্ষিকা৷ শিক্ষার কাজে যোগাযোগ হতেই পারে৷ ব্যাস ততটুকুই৷ উনি আমার অভিভাবক, গুরুজন, মান্য ব্যক্তি৷ আমার মতো সাধারণা মানুষের সঙ্গে তাঁর কেবলই একজন শিক্ষক ও অভিভাবক সম্পর্ক৷