ভুবনেশ্বর: হাসপাতালে ভর্তি করার মতো কোনও কিছু হয়নি। তাই ছেড়ে দেওয়া হবে বাংলার শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। এমনটাই জানিয়ে দিল ভুবনেশ্বর এইমস। আজই তাঁকে ছেড়ে দেওয়া হবে বলে জানান হয়েছে। এইমস কর্তৃপক্ষ জানিয়েছে, বুকে ব্যাথা বা তেমন কোনও সমস্যা নেই পার্থ চট্টোপাধ্যায়ের। ক্রনিক কিছু রোগে ভুগছেন তিনি।
আরও পড়ুন- ‘মা’কে দেখবেন’ মন্তব্য করে কটাক্ষের শিকার অর্পিতা, নেটিজেনরা দিল দাওয়াই
শনিবার সকালে গ্রেফতারের পরই তাঁকে নিয়ে যাওয়া হয় জোকা ইএসআই হাসপাতালে৷ পরে ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে তাঁকে এসএসকেএম-এ ভর্তি করার নির্দেশ দেয় নিম্ন আদালত৷ কিন্তু ইডি এই নির্দেশের তীব্র প্রতিবাদ জানায়৷ তাদের দাবি ছিল, এসএসকেএম তাঁদের কোনও রকম সহায়তা করছে না। প্রভাবশালী ব্যক্তিদের নিরাপদ আশ্রয় হয়ে উঠেছে এই হাসপাতাল৷ এর পরেই শারীরিক পরীক্ষার জন্য পার্থকে ভুবনেশ্বর এইমসে নিয়ে যাওয়ার নির্দেশ দেন বিচারপতি৷ সেখানে পৌঁছে পার্থ চট্টোপাধ্যায় সংবাদমাধ্যমের সামনে ইঙ্গিত দিয়ে বলতে চান যে তাঁর বুকে ব্যাথা হচ্ছে। কিন্তু দীর্ঘ পরীক্ষার পর এইমসের চিকিৎসক জানিয়ে দিয়েছেন যে তাঁর এমন কোনও সমস্যা নেই। যে রোগ আছে তা ক্রনিক এবং ওষুধ খেয়ে যেতে হবে।
আদালতের নির্দেশে, এইমস ভুবনেশ্বরে কার্ডিয়োলজি, মেডিসিন, নেফ্রোলজি, এন্ডোক্রিনোলজি বিভাগের চিকিৎসকেরা পার্থের স্বাস্থ্য পরীক্ষা করার জন্য নির্দিষ্ট দল তৈরি করা হয়। সেখানেই সকাল থেকে স্বাস্থ্য পরীক্ষা হচ্ছিল পার্থ চট্টোপাধ্যায়ের। অন্যদিকে, মন্ত্রীর কারণেই তাঁরা চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না বলে অভিযোগ করা শুরু হয় এইমসের রোগীর পরিজনদের। বিক্ষোভকারীদের সিংহভাগই বাংলার বাসিন্দা। তাঁদের দাবি, রাজ্যে চিকিৎসা পরিষেবা না পেয়ে ভিন রাজ্যে এসেছেন। কিন্তু সেখানেও বিঘ্ন ঘটছে, শুধুমাত্র এ রাজ্যের ‘ভিআইপি’ রোগীর জন্য৷