অভিষেকের ‘অধিকার’ আছে সরকারি চাকরির আশ্বাস দেওয়ার? প্রশ্ন বিরোধীদের

অভিষেকের ‘অধিকার’ আছে সরকারি চাকরির আশ্বাস দেওয়ার? প্রশ্ন বিরোধীদের

456eaf08a560d0063ba1692244c9e2da

কলকাতা: আন্দোলনরত চাকরিপ্রার্থীদের সঙ্গে দেখা করে তাঁদের সমস্যার সমাধান করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার আন্দোলনরত চাকরিপ্রার্থীদের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করেন তিনি এবং মেধা তালিকাভুক্ত সকলের চাকরির আশ্বাস দেন। চাকরিপ্রার্থীরা যে এই বৈঠকে খুশি তা তাঁরা ইতিমধ্যে জানিয়েছেন। কিন্তু গোটা ইস্যু নিয়ে নতুন প্রশ্ন তুলেছে বিরোধীরা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কী ‘অধিকার’ আছে এই আশ্বাস দেওয়ার, তা বুঝে উঠতে পারছেন না তাঁরা।

আরও পড়ুন- SSC-দুর্নীতিতে কোটি কোটি ‘কালো টাকা’ কোথা থেকে এল? কেন্দ্রের কাছে জবাব তলব অভিষেকের

বিরোধীদের মূল বক্তব্য, অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের কেউ নন, তিনি কেবলমাত্র একজন সাংসদ। তাহলে সরকারি চাকরির প্রতিশ্রুতি তিনি কী ভাবে দিলেন, এই প্রশ্ন করছেন তাঁরা। যদিও এই বৈঠকে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ছিলেন। তবুও তাঁদের প্রশ্ন, শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক হলে তা তাঁর সরকারি দফতরে হওয়া উচিত। কেন তিনি অভিষেকের দফতর, বা দলীয় দফতরে ছিলেন? বিরোধীরা বলছে, রাজ্যের শিক্ষামন্ত্রী দলের একজন সাংসদের সঙ্গে দলীর দফতরে বসে চাকরির প্রতিশ্রুতি দিচ্ছেন এটা কাম্য নয়। তবে তৃণমূল কংগ্রেস মনে করছে, যে কোনও বড় সমস্যা সমাধানের জন্য রাজ্যের শাসকদলের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা এগিয়ে আসতেই পারেন।

শুক্রবারের এই বৈঠকের পর এসএসসি আন্দোলনকারীদের নেতা শহীদুল্লাহ জানিয়েছেন, ২০১৬ সালের প্রথম এসএলএসটি মেধা তালিকাভুক্ত প্রত্যেকের চাকরি হবে। এ ব্যাপারে আগামী ৮ অগাস্ট শিক্ষামন্ত্রী এবং শিক্ষা দফতরের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন এসএসসি আন্দোলনকারীদের প্রতিনিধিরা, এমনটাই বলে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও তাঁরা এটাও মনে রাখছেন যে, একদিনে সমাধান সম্ভব নয়। কিন্তু তবুও তাঁরা আশ্বস্ত হয়েছেন এমন বার্তা পেয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *