SSC দুর্নীতি মামলায় সিবিআই-এর হাতে গ্রেফতার শান্তিপ্রসাদ সিন্‌হা ও অশোক সাহা

SSC দুর্নীতি মামলায় সিবিআই-এর হাতে গ্রেফতার শান্তিপ্রসাদ সিন্‌হা ও অশোক সাহা

cb97308fc3bcf45351507525a417bb58

কলকাতা: এসএসসি নিয়োগ দুর্নীতি-কাণ্ডে এবার এসএসসি’র প্রাক্তন দুই উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্‌হা এবং অশোক সাহাকে গ্রেফতার করল সিবিআই। নিয়োগ দুর্নীতি মামলায় এটাই সিবিআই-এর প্রথম গ্রেফতারি৷ ইতিমধ্যেই ইডি-র হাতে গ্রেফতার হয়েছেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়৷ 

আরও পড়ুন- শুধু কলকাতাতেই আক্রান্ত ১৫০ পার, বঙ্গের কোভিড গ্রাফে চিন্তা

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই-এর এফআইআরে প্রথম নামই ছিল শান্তিপ্রসাদ সিনহার। চার নম্বরে ছিল অশোকের নাম৷ সিবিআই সূত্রে খবর, জিজ্ঞাসাবাদে তাঁদের বয়ানে অসঙ্গতি মেলার পরই দু’জনকে গ্রেফতার করা হয়। এ বার নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবেন সিবিআই গোয়েন্দারা। 

বুধবার সকালেই শান্তিপ্রসাদ সিনহা এবং অশোক সিনহার বাড়িতে হানা দিয়েছিল সিবিআই৷ দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর তাঁদের গ্রেফতারের সিদ্ধান্ত নেওয়া হয়৷ এসএসসি’র এই দুই প্রাক্তন উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসবে বলেই মনে করা হচ্ছে৷ 

হাই কোর্ট নিযুক্ত রঞ্জিতকুমার বাগের নেতৃত্বাধীন কমিটির রিপোর্টেও প্রাক্তন আহ্বায়ক শান্তিপ্রসাদ এবং এসএসসির প্রাক্তন সচিব অশোকের নাম ছিল৷ অভিযোগ, মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে স্কুলে নিয়োগ করা হয়েছিল। উপদেষ্টা কমিটির সদস্য হিসেবে দুই কর্তারও ভূমিকা ছিল উল্লেখযোগ্য৷ তাঁরা দু’জনই তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছিলেন বলে অভিযোগ৷ সেই কারণেই শান্তিপ্রসাদ ও অশোককে গ্রেফতার করা হল।