কলকাতা: গরুপাচার মামলায় বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে আটক করেছে সিবিআই। তৃণমূল নেতার আইনজীবী দাবি করছেন যে তাঁকে গ্রেফতার করা হয়নি। কিন্তু এদিন সকাল থেকে এই খবর নিয়েই তোলপাড় রাজ্য। এদিকে সিবিআইয়ের ‘অধীনে’ অনুব্রত মণ্ডল চলে যাওয়ার পর তাঁকে ‘পরামর্শ’ দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাচারের বিষয় থেকে শুরু করে ভোট পরবর্তী সময়ে খুনের ঘটনা কার নির্দেশে হয়েছে তার উত্তর তাঁকে দেওয়ার পরামর্শ দিয়েছেন বিজেপি বিধায়ক।
আরও পড়ুন- হল না শেষ রক্ষা, বাড়ির মন্দির থেকেই গ্রেফতার অনুব্রত মণ্ডল!
শুভেন্দুর কথায়, কাদের নির্দেশে গরু, কয়লা, বালি পাচার হয়েছে, কার নির্দেশে নির্বাচন পরবর্তী সময়ে মানুষদের ঘর ছাড়া করা হয়েছে, খুন করা হয়েছে, সেই সব প্রশ্নের উত্তর দেবেন অনুব্রত মণ্ডল। তিনি কার নির্দেশ মেনে টাকা পাচার করেছেন জায়গায় জায়গায় সেই সবকিছুই সিবিআইকে বলবেন, এমনই আশা রাখছেন রাজ্যের বিরোধী দলনেতা। তৃণমূল নেতাকে খোঁচা দিয়ে শুভেন্দু আরও বলেন, এক সময়ে ইনি হাটে মাছ বিক্রি করতেন, আর এখন কয়েক হাজার কোটি টাকার মালিক। এ জিনিস কল্পনা করা যায় না।
শেষ পাওয়া খবর অনুযায়ী, অনুব্রত মণ্ডলকে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়েছে দুর্গাপুরে সিবিআইয়ের ক্যাম্প অফিসে৷ সেখানেই তাঁকে জিজ্ঞাসাবাদ করবে কেন্দ্রীয় তদন্তকারী অফিসাররা৷ বৃহস্পতিবার সকাল ১০টার কিছু আগে অনুব্রতর নীচুপট্টির বাড়িতে পৌঁছন সিবিআই আধিকারিকরা। সঙ্গে বিশাল কেন্দ্রীয় বাহিনী। সিবিআই আধিকারিকরা অনুব্রতর বাড়িতে ঢুকেই ভিতর থেকে সমস্ত দরজা বন্ধ করে দেন। নিয়ে নেওয়া হয় বাড়ির সকলের মোবাইল ফোন। ঘণ্টাখানেক পর অনুব্রতকে বাড়ি থেকে বার করে সোজা তোলা হয় গাড়িতে৷