সবে তো দুটো গোল! ‘খেলা হবে’ দিবসে তৃণমূলকে একহাত দিলীপের

সবে তো দুটো গোল! ‘খেলা হবে’ দিবসে তৃণমূলকে একহাত দিলীপের

কলকাতা: ১৬ আগস্ট। এই দিনটিকে ‘খেলা হবে’ দিবস হিসেবে ঘোষণা করেছে রাজ্য সরকার। সকালে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়ে এই দিনটি নিয়ে বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে আজকের দিনেও রাজ্যের শাসক দলকে কটাক্ষ করতে ছাড়লেন না বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তিনি তৃণমূল কংগ্রেসকে একহাত নিয়ে বললেন, সবে তো দুটো গোল হয়েছে! এক্ষেত্রে তিনি যে পার্থ চট্টোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডলের গ্রেফতারির কথাই বলছেন তাই অনুমান করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

আরও পড়ুন- ‘মুখ্যমন্ত্রীর বাড়িতেও ED-CBI যাবে’, বিস্ফোরক বঙ্গ বিজেপি সভাপতি

‘খেলা হবে’ দিবসের প্রেক্ষিতে দিলীপের বক্তব্য, খেলা অনেক আগেই শুরু হয়ে গিয়েছে। এখন খেলা চলছে, দুটো গোল হয়েছে। তিন নম্বর গোল হলেই চিৎ! এবার এই তিন নম্বর বলতে তিনি কাউকে বোঝাতে চাইলেন কিনা, বা কোনও ইঙ্গিত দিলেন কিনা, তা অবশ্য স্পষ্ট নয়। কিন্তু রাজনৈতিক অভিজ্ঞরা মনে করছেন, সিবিআই এবং ইডি আরও অনেকের ওপরই নজর রাখছে বিভিন্ন ইস্যু নিয়ে। তাই রাজ্য সরকারের ওপর থেকে চাপ যে সহজে নেমে যাবে, এমনটা নয়। অন্যদিকে, তৃণমূল নেতাদেরও কটাক্ষ করতে ছাড়েননি দিলীপ। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাতের সভা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাতের ফেসবুক লাইভকেও আক্রমণ করেছেন তিনি। বক্তব্য, দিনের বেলায় কেউ বেরতে পারছে না, তাই রাতে বক্তব্য রাখতে হচ্ছে।

প্রসঙ্গত, এদিন সকালে মুখ্যমন্ত্রী টুইটারে ‘খেলা হবে’ দিবস উপলক্ষ্যে বলেন, ”গত বছর বেনজির সাফল্যের পর আশা করছি এ বছর যুব সমাজ আরও বেশি করে এই দিবসে অংশগ্রহণ করবে। তরুণ প্রজন্ম নিজেদের উদ্যমকে এই দিনটিতে তুলে ধরুক।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *