কলকাতা: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করতে প্রেসিডেন্সি সংশোধনাগারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর আধিকারিকরা। বৃহস্পতিবার আদালতে তোলার আগে তাঁকে আরেক দফা জিজ্ঞাসাবাদ করতে সংশোধনাগারে পৌঁছন তাঁরা৷ গতকাল আলিপুর জেলে গিয়ে পার্থ ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে ইডি।
আরও পড়ুন- বোলপুরে অনুব্রত বাড়িতে CBI, নজরে সুকন্যার সম্পত্তি
এসএসসি-দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ এর পর বেশ কিছু দিন ইডি-র হেফাজতেই থিলেন তিনি৷ এর পর আদালতের নির্দেশে পার্থকে পাঠানো হয় প্রেসিডেন্সি সংশোধনাগারে৷ সেই থেকে প্রেসিডেন্সির ‘পহেলা বাইশ’ ওয়ার্ডের ২ নম্বর সেলের বাসিন্দা তিনি। সংশোধনাগারের হাই সিকিউরিটি জোনে রাখা হয়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে। বৃহস্পতিবার ফের আদালতে তোলা হবে পার্থকে। তার আগে আরও এক দফা তাঁকে জেরা করতে প্রেসিডেন্সিতে পৌঁছন তিন ইডি আধিকারিকের একটি দল৷
ইডি হেফাজতে তিনি তদন্তে অসহযোগিতা করেছেন বলে বারবার অভিযোগ তুলেছিল ইডি। বরং অনেক বেশি সহযোগিতা করেন অর্পিতা৷ আগামীকাল আদালতে পেশের আগে তাই জেলে গিয়ে ফের প্রাক্তন মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা অফিসাররা। ইডির বিশেষ আদালতে শুনানির সময়ই পার্থ এবং অর্পিতাকে জেলে গিয়ে জেরা করার অনুমতি চেয়ে আবেদন করেছিলেন ইডি-র আইনজীবী। সেই আবেদন মঞ্জুর করেন বিচারক। এর পরেই আজ প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে পার্থকে জেরা শুরু করেন ইডি আধিকারিকরা।
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র বেনজির তল্লাশি অভিযানে পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জের ফ্ল্যাট থেকে ২২ কোটি টাকা উদ্ধার করে পুলিশ৷ পরে বেলঘরিয়ার ফ্ল্যাটে হানা দিয়েও উদ্ধার হয় টাকার পাহাড়৷ দুটি ফ্ল্যাট মিলে প্রায় ৫০ কোটি নগদ টাকা উদ্ধার করে ইডি৷ পাশাপাশি পার্থ ও অর্পিতার নামে-বেনামে প্রচুর সম্পত্তির হদিশ পান কেন্দ্রীয় গোয়েন্দারা৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>