১০ দফা দাবি, হল ‘সিএসসি ভিএলই ইউনিয়ন’-এর বিক্ষোভ কর্মসূচি

১০ দফা দাবি, হল ‘সিএসসি ভিএলই ইউনিয়ন’-এর বিক্ষোভ কর্মসূচি

48572a8879785593dcbd396d60b9981c

কলকাতা: ‘অল বেঙ্গল সিএসসি ভিএলই ইউনিয়ন’ (CITU)-এর ডাকে আজ ডেপুটেশন ও বিক্ষোভ কর্মসূচি করা হয়। বেলা ১২ টায় শিয়ালদহ থেকে মিছিল শুরু করে সিএসসি ই-গভারনেন্স সার্ভিস ইন্ডিয়া লিমিটেডের সদর দফতরে যা মহাজাতি সদনের সংলগ্ন স্থানে, সেখান পর্যন্ত যাওয়া হয়। এর পর কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন দেওয়া হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিআইটিইউ-এর রাজ্য সভাপতি সুভাষ মুখোপাধ্যায়। ইউনিয়নের সভাপতি ইন্দ্রজিৎ ঘোষ, সম্পাদক অনির্বাণ রায়,  রেজাউল ইসলাম, শক্তিপদ জানা, সুব্রত পাল সহ প্রায় ৫০০ জন।

আরও পড়ুন- স্বাধীনতার ৭৫ বছর পর, লক্ষ্মীবালা ১০২! পালকি চড়ে পতাকা তুলতে এলেন ‘টট্টরে বুড়ি’

a6eb1233a7d2e0cd7f83c19a573fa67f

তাঁদের দাবি ছিল, ডিজিটাল আর্মির নামে শোষণ নয় চাই ন্যয্য অধিকার। অবিলম্বে তথ্যকেন্দ্রে জব লিস্ট ও ফি লিস্ট দিতে হবে, তথ্যমিত্র কেন্দ্রের কর্মীদের কাজের জায়গা থেকে উৎখাত করা চলবে না। পাশাপাশি রাজ্য ও কেন্দ্রীয় সরকারি সব পোর্টালে কাজ করার অধিকার দিতে হবে, আধার কার্ড, প্যান কার্ড, ই শ্রম কার্ড সহ বিভিন্ন কাজের  লেজার দিতে হবে ও কমিশানের টাকা বাকি রাখা যাবে না।

aa36a1d5f52d9a62268fa28f911a9bf8

এছাড়া তথ্যমিত্র কেন্দ্রের কর্মীদের নির্দিষ্ট বেতন পি এফ, এ এস আই, চালু করতে হবে। এইগুলি ছাড়াও মোট ১০ দফা দাবি ছিল। জানা গিয়েছে, ডেপুটেশন দেওয়া পর অনেক দাবি মানা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *