জাতীয় শিক্ষানীতির প্রতিবাদে পথে SFI, কোচবিহার থেকে রানাঘাটে এল সর্বভারতীয় জাঠা

জাতীয় শিক্ষানীতির প্রতিবাদে পথে SFI, কোচবিহার থেকে রানাঘাটে এল সর্বভারতীয় জাঠা

93b0847050cee8c635a5493a3c972cf3

কলকাতা: কেন্দ্রীয় শিক্ষানীতির বিরুদ্ধে সর্বভারতীয় স্তরে আন্দোলনের পথে নেমেছে এসএফআই। জাতীয় শিক্ষানীতির প্রতিবাদে আগামী ২ সেপ্টেম্বর কলকাতায় মিছিল করবে বাম ছাত্র সংগঠন এসএফআই৷ সেই মিছিলে যোগ দিতেই কোচবিহার থেকে এসএফআই ছাত্র জাঠা রানাঘাট হয়ে চাকদহে এস পৌঁছেছে। 

আরও পড়ুন- ভিতরে বক্তৃতা দিচ্ছেন জাভড়েক, বাইরে চরম বিশৃঙ্খলা, কলার ধরে চিৎকার, তুই TMC-র দালাল

শনিবার সন্ধ্যায় সর্বভারতীয় এই জাঠা চাকদহ এসে পৌঁছয়। এদিন চাকদহ এসএফআই-এর পক্ষ থেকে জাঠার প্রত্যেক সদস্যকে সংবর্ধনা জানানো হয়। তাঁরা চাকদহের পথে প্রদক্ষিণ করেন৷ চাকদহ এলআইসি মোড়ে তাঁদের সংবর্ধনা দেওয়া হয়। সেখানে বক্তব্য রাখেন  সৃজন ভট্টাচার্য্য, ঋজুরেখা দাশগুপ্ত  অণর্ব মিত্র সহ ছাত্র যুব নেতৃত্ব৷ শিমুরালি ছাত্র ফেডারেশনের মদনপুর আঞ্চলিক কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন কোয়েল দত্ত, অর্ক গাঙ্গুলী সহ ছাত্র যুব নেতৃত্ব। ভারতীয় গণনাট্যা সংঘ রুদ্রবীনা এখানে গণসঙ্গীত পরিবেশন করা হয়।