ভিতরে বক্তৃতা দিচ্ছেন জাভড়েক, বাইরে চরম বিশৃঙ্খলা, কলার ধরে চিৎকার, তুই TMC-র দালাল

ভিতরে বক্তৃতা দিচ্ছেন জাভড়েক, বাইরে চরম বিশৃঙ্খলা, কলার ধরে চিৎকার, তুই TMC-র দালাল

কলকাতা:  বাংলায় সংগঠন কী ভাবে চলবে তা নিয়ে বিজেপি’র উচ্চ পর্যায়ের বৈঠক বসেছিল শনিবার৷ আইসিসিআর-এর ওই বৈঠকে উপস্থিত প্রকাশ জাভড়েকর৷ এদিকে  বৈঠকের বাইরেই হাতাহাতিতে জড়াল পদ্ম শিবিরের দুই গোষ্ঠী৷ এক আইনজীবী ও বিজেপি’র এক যুবনেতার মধ্যে হাতাহাতি বাধে৷ ওই আইনজীবীর কলার ধরে হেনস্থার অভিযোগ উঠেছে৷ ওই বিজেপি কর্মীকে বলতে শোনা যায়,  ‘আপনি দালাল। আপনি টিএমসির দালাল। আইপিএসের নাম করে টাকা তোলেন। আপনি মিটিং-এ কী করছেন? ওই লোকটার নাম সব্যসাচী রায় চৌধুরী।’ তিনি আরও বলেন, ‘আমার টাকা মেরেছে৷’ অপর একজন বলেন, পুলিশ ডাকো৷ 

আরও পড়ুন- ‘ঠিকদারদের থেকে কাটমানি নয়’, দলীয় নেতা-কর্মীদের প্রকাশ্যে বার্তা উদয়নের

অভিজিৎ নাহা নামে ওই বিজেপির যুব কর্মীর দাবি, গত কয়েক বছর ধরেই নাকি আইপিএসের নাম করে টাকা তুলেছে সব্যসাচী রায় চৌধুরী৷ অন্যদিকে সব্যসাচীর দাবি, ‘আমি অ্য়াডভোকেট। আমাকে শমীকবাবু ডেকেছেন।’  এই বিতর্কের মাঝে শমীক ভট্টাচার্য বলেন, একটা ওকালতনামা সই করানোর জন্য় উনি আমার কাছে এসেছিলেন। উনি সাবর্ণ রায়চৌধুরীর পরিবারের সদস্য বলে আমি জানি। তাঁর সঙ্গে অভিজিৎ সাহা পরিচয় করিয়ে দিয়েছিলেন। যদিও  রাজনীতির কারবারিরা মনে করছেন, এই ঘটনায় আদতে বঙ্গ বিজেপি’রই মুখ পুড়েছে৷ অস্বস্তিতে পড়েছে দলীয় নেতৃত্ব৷  তৃণমূল নেতাদের বিরুদ্ধে যখন একের পর এক দুর্নীতির অভিযোগ উঠেছে, তখন বিজেপির মিটিংয়ের বাইরে এই অপ্রীতিকর ঘটনা ঘিরে দলের অন্দরে শোরগোল পড়ে গিয়েছে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × three =