কলকাতা: তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শালিকা মেনকা গম্ভীরকে ইডি নোটিস পাঠিয়েছে। কয়লা পাচার মামলায় এই নোটিশ পাঠানো হয়েছে। তবে ইতিমধ্যেই এই নোটিসকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন মেনকা। আদালতে রক্ষাকবচের আবেদন করেছেন তিনি। বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের একক বেঞ্চে এই মামলার শুনানি হবে।
আরও পড়ুন- কয়েক হাজার কোটি! রাজনৈতিক দলগুলি পেয়ে আসছে ‘অজানা উৎস’ থেকে
কয়লা কাণ্ডে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন পাঠিয়েছে ইডি। চলতি বছরের মার্চ মাসে অভিষেকের স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিল ইডি। সে সময়ই অভিষেকের শ্যালিকা মেনকাকেও তলব করা হয়। এবার একবার ফের তাঁদের দুজনকে নোটিশ দেওয়া হল, তাও একসঙ্গেই। আগামী ২ সেপ্টেম্বর সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে৷ ৫ সেপ্টেম্বর দিল্লিতে ডাকা হয়েছে মেনকা গম্ভীরকে৷ এর আগে কয়লাকাণ্ডে মেনকার স্বামী এবং শ্বশুরকে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল সিবিআই।
সোমবার ছিল তৃণমূলের মেয়ো রোডের সভা। সেখান থেকে ইডির জিজ্ঞাসাবাদ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। দাবি করেছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুব শীঘ্রই নোটিশ পাঠাতে পারে ইডি। সেই মন্তব্যের ২৪ ঘণ্টাও হয়নি, তার মধ্যেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তাঁকে এবং তাঁর শ্যালিকাকে নোটিশ দিল। শুধু মমতা নয়, অভিষেক নিজেও এই নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। দাবি করেছিলেন, চার-পাঁচ দিনের মধ্যে ওরা আবার কিছু একটা করবে।