অনেকে এজলাসে পেপারওয়েট নিয়ে এসেছিল, তাই ভিডিয়োগ্রাফি করতে বলি, বিচারপতি গঙ্গোপাধ্যায়

অনেকে এজলাসে পেপারওয়েট নিয়ে এসেছিল, তাই ভিডিয়োগ্রাফি করতে বলি, বিচারপতি গঙ্গোপাধ্যায়

3dbdbb00e97c4f49629361e564d109c7

কলকাতা: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকে হাই কোর্টে তলব করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ ওই দিন এজলাসে বিচারপর্বের ভিডিয়োগ্রাফি করার নির্দেশ দিয়েছিলেন তিনি৷ কেন এই সিদ্ধান্ত তা নিয়ে ইতিমধ্যেই প্রধান বিচারপতির কাছে চিঠি গিয়েছে৷ মঙ্গলবার একটি মামলার শুনানির ফাঁকে সেই নির্দেশের কারণ ব্যাখ্যা করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়৷ তিনি বলেন, ‘‘সে দিন এজলাসে অনেকে ভিড় ছিল৷ সেই ভিড়ের মধ্যে অনেকে পেপারওয়েট নিয়ে দাঁড়িয়েছিল। তাই ভিডিয়ো করতে বলেছিলাম।’’

আরও পড়ুন-অনুপম-খুনে জামিন মূল অভিযুক্ত, শাস্তি দিতে সুপ্রিম কোর্টে যাচ্ছে পুলিশ

বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রতর কন্যা সুকন্যার বিরুদ্ধে অভিযোগ, টেট পরীক্ষা না দিয়েই প্রাথমিকে চাকরি পেয়েছেন তিনি৷ সেই অভিযোগের প্রেক্ষিতেই সুকন্যার কাছে তাঁর টেট পরীক্ষার সার্টিফিকেট ও নিয়োগের নথিপত্র দেখতে চান বিচারপতি গঙ্গোপাধ্যায়৷ সেগুলি নিয়ে কলকাতা হাই কোর্টে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। গত ১৮ অগাস্ট সেই মামলার শুনানি চলাকালীন এজলাসে উপস্থিত সংবাদমাধ্যমকে ভিডিয়োগ্রাফি করার অনুমতি দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তাঁর এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রধান বিচারপতির কাছে অভিযোগ জানান আইনজীবী অরুণাভ ঘোষ৷ মঙ্গলবার তারই জবাব দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, ‘‘আমি ওই দিন কেন ভিডিয়োগ্রাফি করতে বলেছিলাম, তা নিয়ে প্রশ্ন উঠছে। সে দিন ভিড়ের পিছন দিকে অনেকে পেপারওয়েট নিয়ে দাঁড়িয়েছিল। সেই কারণেই আমি সে দিন ভিডিয়ো করতে বলেছি। জ্যাঠামশাই এসে কী বলে গেলেন, সেটাই শেষ কথা হয়ে গেল?’’