কে বলবে এত দুর্নীতি, এত কেলেঙ্কারি, মমতার মিছিলে জনপ্লাবন’, তোপ সেলিমের

কে বলবে এত দুর্নীতি, এত কেলেঙ্কারি, মমতার মিছিলে জনপ্লাবন’, তোপ সেলিমের

ff267fa7bc986f476a5d99738d6de708

কলকাতা: দুর্গা পুজোর এখনও এক মাস বাকি৷ তার আগেই আজ থেকে কার্যত পড়ল ঢাকে কাঠি৷ বাংলার দুর্গাপুজোকে ‘আবহমান ঐতিহ্য’ হিসাবে ইউনেস্কোর স্বীকৃতি উদযাপনে কলকাতার বুকে হয়ে গেল বিরাট শোভাযাত্রা৷ শহর কলকাতার পাশাপাশি প্রতিটি জেলায় এই উৎসব পালন করা হল৷ যা নিয়ে তীব্র আক্রমণ শানালেন বাম নেতা মহম্মদ সেলিম৷ 

আরও পড়ুন- আমাদের জন্য দুর্গাপুজো কী তা কল্পনার অতীত, ইউনেস্কোকে ধন্যবাদ দিয়ে বললেন সৌরভ

তিনি বলেন, ‘‘কে বলবে এত দুর্নীতি, এত কেলেঙ্কারি, একের পর এক গ্রেফতারি, লাগাতার রাজনৈতিক চাপ থাকার পর মমতার মিছিলে জনপ্লাবন। এই ভিড়ে, উৎসবে হারিয়ে যাচ্ছে দুর্নীতির অভিযোগ৷ তাঁর কথায়, ‘‘লোকে টাকার পাহাড় দেখছে। প্রতিদিন অনুব্রত-পার্থর, তৃণমূলের সমস্ত নেতাদের, কাউন্সিলর-পঞ্চায়েত থেকে তাঁর নিজের পরিবারের সদস্যদের সম্পদের ফিরিস্তি বের হচ্ছে৷ সেখান থেকে দৃষ্টিটাকে সরিয়ে দিয়ে উৎসবে মাতিয়ে দিচ্ছেন। মদ দাও, ফূর্তি করো, সার্কাস করো। মানুষ ক্ষুধার্থ থাকুক, কর্মহীন থাকুক, অন্নহীন থাকুক, জিনিপত্রের দাম বারুক, তার থেকে দৃষ্টিটা সরিয়ে দাও।’’ তিনি আরও বলেন, ‘‘এই যে বৈভব, এই যে আড়ম্বর এটা তো সংকীর্ণ রাজনীতির স্বার্থে। দুর্গা ঠাকুরের জন্য নয়। মানুষ এটা বুঝছেন। প্রতিবাদে নামছেন। আরও নামবেন।”

আরও দুর্নীতি বেরবে৷ অন্যান্য দফতরে যাবে৷ ইডি-সিবিআই-এর কাছে আমরা বলব, কেন শুধু পার্থ, ব্রাত্য নয়? কেন শুধু তৃণমূল, কেন বিজেপি নেতারা নন? যাঁরাই দুর্নীতি করেছে, তাঁদেরকে তদন্তের আওতায় আনতে হবে৷ এবং এটা শুরু হওয়া উচিক শুভেন্দু থেকে৷