আমাদের জন্য দুর্গাপুজো কী তা কল্পনার অতীত, ইউনেস্কোকে ধন্যবাদ দিয়ে বললেন সৌরভ

আমাদের জন্য দুর্গাপুজো কী তা কল্পনার অতীত, ইউনেস্কোকে ধন্যবাদ দিয়ে বললেন সৌরভ

কলকাতা: ইউনেস্কো কলকাতার দুর্গাপুজোকে হেরিটেজ স্বীকৃতি দিয়েছে এবং সেই উপলক্ষ্যেই আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে জোড়াসাঁকো থেকে শুরু হয় ধন্যবাদ মিছিল। এই শোভাযাত্রায় অংশ নেয় বহু প্রতিষ্ঠান, ক্লাব এবং সাধারণ মানুষ। ছিলেন এটিকে মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মহামেডান ক্লাবের কর্তারাও। তবে আজ সবথেকে বড় চমক ছিল ‘দাদা’ সৌরভ গঙ্গোপাধ্যায়ের উপস্থিতি। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে মঞ্চে হাজির থাকতে দেখা যায় তাঁকে। দুর্গাপুজো, কলকাতা এবং ফুটবল নিয়ে বক্তব্য রাখেন ‘মহারাজ’।

আরও পড়ুন- ১ লক্ষ মহিলায় প্রায় ৪২ জন! গার্হস্থ্য হিংসার অভিযোগে শীর্ষে বাংলা

এদিন বক্তৃতা করতে উঠে সৌরভ প্রথমেই বলেন, ”সম্ভাষণটা বাংলায় করলাম। বাকিটা ইংরেজিতে বলছি, নাহলে ইউনেস্কোর প্রতিনিধিরা বুঝতে পারবেন না।” এরপরেই সৌরভ বলেন, আমাদের জন্য দুর্গাপুজো যে কী, তা কল্পনার অতীত। আপনি বড়লোক হন বা গরিব, ক্ষমতাবান হন বা ক্ষমতাহীন, দুর্গাপুজো সকলের মুখে হাসি আনে। তা কারোর বয়স ৭ বছর হোক, কিংবা ৭০ বছর। সৌরভ এও জানান, তিনি পৃথিবীর বহু দেশে গিয়েছেন, অনেক উৎসব দেখেছেন। ইউরোপের বড়দিন থেকে ব্রাজিলের উৎসব। কিন্তু দুর্গাপুজোর এই ৫ থেকে ৭ দিন কলকাতা একেবারে বদলে যায়। সেই অভিজ্ঞতা থেকেই তিনি বলছেন যে সকলের দুর্গাপুজো দেখা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় এই অনুষ্ঠানেই সৌরভকে ‘ছোট ভাই’ বলে সম্বোধন করেন।

একই সঙ্গে বাঙালির ফুটবল প্রেম নিয়েও বক্তব্য রাখেন তিনি। বলেন, ফ্রান্স ফুটবলের দেশ। এখানেও ফুটবল নিয়ে উন্মাদনা তুঙ্গে থাকে। মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহামেডানের মতো দলের প্রতিনিধিদের কথাও বলেন সৌরভ। উল্লেখ্য এদিন কলকাতার তিন প্রধান ফুটবল ক্লাবের প্রতিনিধিরাও ইউনেস্কোর অতিথিদের হাতে বিশেষ উপহার তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × one =