কলকাতা: কলেজ স্ট্রিটের এসএফআই ছাত্র সমাবেশ থেকে তৃণমূল-বিজেপি’র বিরুদ্ধে একযোগে আক্রমণ শানালেন এসএফআইয়ের সর্বভারতীয় নেত্রী দীপ্সিতা ধর৷ তৃণমূল-বিজেপি দুই দলই আরএসএসের পরিবারের অংশ বলে তোপ দাগলেন তিনি৷ তাঁর কথায়, ওদের মধ্যে পারিবারিক সম্পর্ক রয়েছে।
আরও পড়ুন- বড় কিছু হতে পারে! কীসের ইঙ্গিত দিলেন সুকান্ত, জল্পনা
কেন্দ্রের নয়া শিক্ষানীতি এবং বাংলায় শিক্ষক নিয়োগ দুর্নীতির প্রতিবাদে পথে নেমেছে বাম ছাত্র সংগঠন এসএফআই৷ বিভিন্ন রাজ্য ঘুরে শুক্রবার তাঁর বাংলায় প্রবেশ করেছে এসএফআইয়ের জাঠা৷ ১ অগাস্ট বাংলার পাঁচ প্রান্ত থেকে এই কর্মসূচির সূচনা হয়। পূর্বাঞ্চল এবং উত্তর-পূর্বাঞ্চল থেকে যে জাঠার যাত্রা শুরু হয়েছিল, একদিন আগেই তা কলকাতায় প্রবেশ করে। শুক্রবার তার সমাপ্তি উপলক্ষে কলেজ স্ট্রিটে বিশাল সমাবেশের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুও৷
কলেজ স্ট্রিটের মঞ্চ থেকেই আত্রমণ শানিয়ে দীপ্সিতা বলেন, “তৃণমূল-বিজেপি আরএসএস পরিবারের অংশ। তাঁদের মধ্যে পারিবারিক সম্পর্ক রয়েছে। দুই দলের বিরুদ্ধে একমাত্র রাজনৈতিক বিরোধী দল বামপন্থীরাই। যদি রাস্তাগুলি আমাদের থাকে, তাহলে আগামীদিনে লোকসভা, বিধানসভা আর মমতা বন্দ্যোপাধ্যায়ের চোদ্দতলা নব্বান্নও আমাদের হবে।”
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>