বিনয়ের সঙ্গে যোগ! ‘অডিয়ো ক্লিপ থাকলে প্রকাশ করুন’, অভিষেককে পাল্টা চ্যালেঞ্জ শুভেন্দুর

বিনয়ের সঙ্গে যোগ! ‘অডিয়ো ক্লিপ থাকলে প্রকাশ করুন’, অভিষেককে পাল্টা চ্যালেঞ্জ শুভেন্দুর

কলকাতা: কয়লা পাচার মামলায় শুক্রবার সিজিও কমপ্লেক্সে প্রায় আট ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে৷ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র দফতর থেকে বেরিয়েই বিস্ফোরক দাবি করেন তিনি৷ অভিষেকের দাবি, কয়লা পাচার মামলায় অন্যতম অভিযুক্ত ‘ফেরার’ বিনয় মিশ্রের সঙ্গে ‘যোগাযোগ’ করেছেন শুভেন্দু অধিকারী৷ বিরোধী দলনেতার দিকে আঙুল তুলতেই পাল্টা আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী। অভিষেক যে ‘অডিয়ো ক্লিপ’-এর কথা বলছে, তার বিশ্বাসযোগ্যতা নিয়েই প্রশ্ন তুলে দিলেন তিনি৷ বললেন,  সারদা কর্তা সুদীপ্ত সেনের চিঠির মতো গলা নকল করিয়ে ওই ‘অডিয়ো ক্লিপ’ বানানো হয়নি তো?  শুভেন্দুর মন্তব্যে একহাত নেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ৷ তাঁর বক্তব্য,  ফোন যে তিনি করেননি, তা শুভেন্দু অস্বীকার করলেন না! 

আরও পড়ুন- পলাতক বিনয় মিশ্রের সঙ্গে যোগ শুভেন্দুর! বিস্ফোরক অভিযোগ অভিষেকের

শুক্রবার অভিষেক দাবি করেছিলেন, ‘পলাতক’ বিনয়ের সঙ্গে আট মাস আগেই কথা হয়েছে শুভেন্দু অধিকারীর। বিরোধী দলনেতা তাঁকে ‘আশ্বস্ত’ও করেছেন। শুধু তাই নয়, তাঁদের কথোপকথনের অডিয়ো ক্লিপ তাঁর কাছে আছে বলেও দাবি করেন তৃণমূল সাংসদ। এর কিছুক্ষণ বাদেই বীরভূমের খয়রাশোলের সভা থেকে অভিষেককে নিশানা করেন শুভেন্দু। বিনয়ের সঙ্গে তাঁর কথোপকথনের প্রসঙ্গে তিনি বলেন, ‘‘আমার ফোন থেকে যে এই সব চোরেদের সঙ্গে কথা হয়েছে, সেটা আগে প্রমাণ করতে দিন।’’

এর পরেই বিজেপি’র দলীয় কর্মসূচিতে থেকে শুভেন্দু বলেন, ‘‘এত দিন কোথায় ছিলেন? অডিয়ো ক্লিপ হাতে থাকলে তা সামনে আনুন৷ আমার কোনও সমস্যা নেই। আমার মাথা উঁচু। আমি সিপিএমকে উৎখাত করেছি। আপনার পিসি এবং আপনাকেও উৎখাত করব। আমি মেদিনীপুরের ছেলে।’’