কলকাতা: চিটফান্ড-কাণ্ডের তদন্তে ব্যাপকভাবে তৎপরতা বাড়িয়েছে সিবিআই। সদ্যই গ্রেফতার করা হয়েছে হালিশহর পুরসভার চেয়ারম্যান রাজু সাহানিকে। তাঁর বাড়ি থেকে উদ্ধার হয়েছে ৮০ লক্ষ টাকা, আগ্নেয়াস্ত্র। এবার বীজপুরের বিধায়কের বাড়িতে সিবিআই তল্লাশি চালানো হল। একই সঙ্গে কাঁচরাপাড়া পুরসভার পুরপ্রধান কমল অধিকারীর বাড়িতেও গিয়েছে সিবিআই। দুজনেই রাজু ‘ঘনিষ্ঠ’ বলে জানা গিয়েছে। এছাড়াও চিটফান্ড কাণ্ডে বাংলার সাত জায়গায় হানা দিয়েছে সিবিআই আধিকারিকরা।
আরও পড়ুন- সুযোগ পেলেই মানুষ ছুড়ে ফেলে দেবে! তৃণমূলকে নিশানা দিলীপের
রবিবার সকালেই কয়েকটি দলে ভাগ হয়ে গিয়ে সিবিআই আধিকারিকরা হালিশহরের বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান শুরু করে। বীজপুরের তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারী বাড়িতে তল্লাশি চালায় তাঁরা এবং কাঁচরাপাড়া পুরসভার পুরপ্রধান কমল অধিকারীর বাড়িতেও হানা দেয়। পাশাপাশি হালিশহরের একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালান হয়েছে। যে টাকা উদ্ধার হয়েছে তার উৎস কী সেটা জানাই এখন মূল লক্ষ্য হয়ে উঠেছে সিবিআইয়ের। এদিকে জানা গিয়েছে, গ্রেফতার হওয়া রাজু সাহানিকে আদালতে তোলা হলে তাঁকে পাঁচ দিনের সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক।
যদিও এই সিবিআই তল্লাশি নিয়ে মুখ খুলে আক্রমণ শানিয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তাঁর কথায়, সিবিআই তাদের মতো কাজ করছে, আর তাঁরা তাদের মতো কাজ করবেন। পাশাপাশি তাঁর এও মন্তব্য, কেউ দোষ করলে শাস্তি পাবে, আর যে নির্দোষ সে মুক্ত হবে। কিন্তু সিবিআই এখনও পর্যন্ত কিছু প্রমাণ করতে পারছে না। তীব্র সমালোচনা করে তিনি আরও একবার বলেন, কেন্দ্রীয় সরকার এবং বিজেপি তারা সিবিআই-ইডিকে ব্যবহার করছে রাজনৈতিক উদ্দেশে।