কলকাতা: এখনই যদি ভোট হয় তবে তৃণমূলই জিতবে। এমনই দাবি করেছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তাঁর স্পষ্ট কথা ছিল, আজকে যদি নির্বাচন হলে তাহলে একটাও আসন পাবে না বিজেপি। ফিরহাদের সেই মন্তব্যের পাল্টা দিলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। তাঁর দাবি, সুযোগ পেলেই মানুষ তৃণমূলকে ছুড়ে ফেলে দেবে। এছাড়াও আরও বেলাগাম কিছু মন্তব্য করেন তিনি রাজ্যের শাসক দলকে নিশানা করে।
আরও পড়ুন- দিল্লির বাতাসে ধুলোর মেঘ, টুইন টাওয়ার ধ্বংসে ভয়ঙ্কর প্রভাব পড়তে চলেছে মানবজীবনে
আসলে এই মুহূর্তে বঙ্গ রাজনীতিতে কার্যত দিলীপ বনাম সৌগত তরজা নিয়ে আলোচনা চলছে। সেই প্রসঙ্গে মুখ খুলেই ফিরহাদ বলেছিলেন, শুধু সৌগত রায়ের কথা বললে হবে না, দিলীপ ঘোষ যা বলছেন সেটা নিয়ে বলতে হবে। এই প্রেক্ষিতে দিলীপের মন্তব্য, তৃণমূলের আবার সংস্কৃতি কী? মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী সম্বন্ধে কোন শব্দ প্রয়োগ করেন তা সকলে জানে। দলের বাকি নেতাদের ভাষা চয়ন কী তাও সকলের জানা। দিলীপের কটাক্ষ বস্তির পার্টি বস্তির কালচার নিয়ে চলে। এদিকে ভোটে হারা প্রসঙ্গে তিনি বলেন, যে ভাবে কাউন্সিলর থেকে জেলা পরিষদের নেতারা ধরা পড়ছেন, কোটি কোটি টাকা নিচ্ছেন, তাতে এবার নিজে থেকে কেউ তৃণমূলের টিকিটে ভোট লড়বে কিনা জানা নেই। মানুষ সুযোগ চাইছে, পেলেই এই দলটাকে ছুড়ে ফেলে দেবে।
আসলে ফিরহাদ শনিবার বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই বলেছেন, তাঁরা সব কুৎসার জবাব দেবেন। কারণ মানুষের তৃণমূলের পাশে আছে। তাঁর দাবি, বিজেপি সরকার ভাঙার রাস্তা তৈরি করতে চাইছে। কিন্তু নীতি যদি না থাকে তাহলে সরকার গড়া যায় না। মানুষ এটা ভালো ভাবে নেয় না। তাঁর কথায়, মানুষ শেষ কথা বলবে, দিলীপ ঘোষ শেষ কথা বলবেন না।