কলকাতা: বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে জেলায় জেলায় সংগঠন আরও মজবুত করার প্রস্তুতি পুরোদমে শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় একগুচ্ছ পরামর্শ দিয়েছেন দলীয় কর্মীদের। এবার নিজে এলাকায় গিয়ে পরিস্থিতি প্রত্যক্ষ করতে চলেছেন তিনি। জানা গিয়েছে, ৪ দিনের জেলা সফরে যাচ্ছেন মমতা। দুই মেদিনীপুরে হবে তাঁর এই সফর। সোমবার বিকেলেই রওনা দেওয়ার কথা রয়েছে তাঁর।
আরও পড়ুন- মধ্যরাতে ইডি দফতরে হাজির অভিষেক-শ্যালিকা! কাউকে দেখতে না পেয়ে ফিরলেন বাড়িতে
সূত্র মারফৎ জানা গিয়েছে, এই সফরে প্রশাসনিক বৈঠক থেকে দিঘার মেরিন ড্রাইভ-সহ একাধিক প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। একই সঙ্গে জেলায় দলের বর্তমান অবস্থা এবং প্রকৃতি কী আছে সেটাও পরোখ করে নিতে চান তিনি। মঙ্গলবার জেলা পরিষদের নেতাদের নিয়ে একপ্রস্থ বৈঠক করতে পারেন তৃণমূল সুপ্রিমো। দলীয় কাজ ছাড়াও এই সফরে কিছু সরকারি কাজও রয়েছে তাঁর। মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন ভোটের আগে দলের কর্মীদের মনোবল আরও কিছুটা চাঙ্গা করে দিতে। কারণ এখন যে তারা অবশ্যই চাপে আছে তা বলতেই হয়। দলের একাধিক নেতা, রাজ্যের মন্ত্রীদের নিয়ে যে অস্বস্তি তৈরি হয়েছে দলের অন্দরে তা সহজে যাওয়ার নয়।
সম্প্রতি নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে দলীয় কর্মীদের বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূম জেলার নেতৃত্বকে অনুব্রত মণ্ডল ইস্যুতে চাঙ্গা করার চেষ্টা করেছিলেন তিনি। বলেছিলেন, অনুব্রতকে বীরের মতো বের করে আনতে হবে। লড়াই চালিয়ে যেতে হবে। আরও বেশ করে লড়াই করতে হবে। তাঁর এই মন্তব্য নিয়ে বিরোধীরা ব্যাপক সমালোচনাও করেছিল।