সিঙ্গুর অতীত! রাজ্যে ফের বিনিয়োগ করবে টাটা গোষ্ঠী, ঘোষণা মুখ্যমন্ত্রীর

সিঙ্গুর অতীত! রাজ্যে ফের বিনিয়োগ করবে টাটা গোষ্ঠী, ঘোষণা মুখ্যমন্ত্রীর

f532c9bd50a886cfde77d53883e8a3ca

কলকাতা: বঙ্গ রাজনীতির ইতিহাসে সিঙ্গুর আন্দোলন এক উল্লেখজনক অধ্যায়৷ ন্যানো গাড়ি তৈরির কারখানা গড়তে জমি নিয়েছিল টাটারা৷ সিঙ্গুরে জমি অধিগ্রহণের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলন করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তবে সিঙ্গুর এখন অতীত৷ বাংলায় ফের বিনিয়োগ করবে টাটা গোষ্ঠী৷ বাড়বে কর্মসংস্থান৷ সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে তেমনটাই ঘোষণা করসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ 

আরও পড়ুন-কিশোরদের বয়ঃসন্ধিকালের সমস্যা মেটাতে স্কুলে এবার ‘বন্ধুমহল’! বিশেষ উদ্যোগ রাজ্যের

এদিন নেতাজি ইন্ডোর থেকে প্রযুক্তি প্রশিক্ষণ প্রাপ্ত প্রায় ১১ হাজার তরুণ-তরুণীর হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন মমতা। রাজ্য সরকারের ‘উৎকর্ষ বাংলা’ প্রকল্পে যাঁরা প্রশিক্ষণ নিয়েছিলেন, তাঁদের হাতে এই নিয়োগপত্র তুলে দেওয়া হয়। সেই কর্মসূচি থেকেই মুখ্যমন্ত্রী জানান, জলপাইগুড়ির রানিনগরে টাটারা ইউনিট করছে। তাতে ৬০০ কোটি টাকা বিনিয়োগ করা হবে৷

যে টাটাকে রাজ্য ছাড়া করে রাজনৈতিক কেরিয়ারের মোড় বদলে দিয়েছিলেন মমতা, সেই টাটা গোষ্ঠীই ফের রাজ্যে বিনিয়োগ করছে। তা নিশ্চিত ভাবেই তাৎপর্যপূর্ণ৷ যদিও টাটা গোষ্ঠী রাজ্য ছেড়ে চলে যাওয়ার পর তাদের নিয়ে কোনও ছুঁৎমার্গ রাখেননি মমতা। রাজ্যে পালাবদল ঘটিয়ে ক্ষমতায় আসার পর দেশ-বিদেশের বিভিন্ন সংস্থাকে বারবার বিনিয়োগের আবেদন জানিয়েছেন তিনি। তাদের মধ্যে ছিল টাটাও৷ তাঁর সাফ কথা, রাজ্যে শিল্প আনতে সব রকম পদক্ষেপ করতে তিনি প্রস্তুত। মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে কৃষি উন্নয়ন তাঁর প্রথম লক্ষ্য৷ দ্বিতীয় লক্ষ্য হল  শিল্পোন্নয়ন। মমতার কথায়, ‘‘৩৪ বছর ধরে এ রাজ্যে শিল্পকে ধ্বংস করা হয়েছে। এ বার আমার লক্ষ্য সেই শিল্পকে সুপ্রতিষ্ঠ করা।’’