বিজেপি’র নবান্ন অভিযানের বিরোধিতায় এবার মামলা দায়ের হাই কোর্টে

বিজেপি’র নবান্ন অভিযানের বিরোধিতায় এবার মামলা দায়ের হাই কোর্টে

d4e3bf00e0250202271f74484ad43aec

কলকাতা: বিজেপি’র নবান্ন অভিযানের বিরোধিতায় হাই কোর্টে মামলা৷ জাতীয় সড়ক আটকে জনজীবন বিপন্ন করে সভা সমিতিতে নিষেধাজ্ঞা রয়েছে সুপ্রিম কোর্টের৷ এর পরেও কী ভাবে সভা? এই বিষয়ে হস্তক্ষেপ করুক আদালত, আর্জি মামলাকারীর৷ 

আরও পড়ুন- BREAKING: ছয় শর্তে পুজোর অনুদানে সায় কলকাতা হাই কোর্টের

এদিন মামলাকারীর আবেদনের ভিত্তিতে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন৷ কিন্তু, কোনও ভাবেই আজকে শুনানি হওয়া সম্ভব নয়৷ সেই বিষয়টিও স্পষ্ট করে দিয়েছেন৷ ফলে আজলের অভিযানের উপর এই মামলার প্রভাব ততটা পড়বে না বলেই জানাচ্ছেন আইনজীবীরা৷ 
এই মামলায় মূলত অভিযোগ, জাতীয় স়যক আটকে সাধারণ মানুষের অসুবিধা সৃষ্টি করে সভা করার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের সুনির্দিষ্ট  গাইডলাইন রয়েছে৷ পথ-ঘাট আটকে এই ভাবে সভা করার ক্ষেত্রে সুপ্রিম সায় নেই৷ এর পরেও সভা করা হচ্ছে৷ এই অভিযোগেই মামলা দায়ের করা হয়েছে৷ এবং মামলা দায়েরের জন্য প্রধান বিচারপতি অনুমতিও দিয়েছেন৷ মামলা দায়ের হলে প্রধান বিচারপতি বিচারপর্ব শুরু করবেন৷ তবে এই মামলার প্রভাব কোনও ভাবেই আজকের সভার ক্ষেত্রে পড়বে না৷ তবে বিজেপি’র মিছিল যখন শুরু হবে, এই মামলা দায়েরের প্রক্রিয়ায় শুরু হবে৷   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *