কলকাতা: বিজেপির নবান্ন অভিযানকে পাত্তা না দেওয়ার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথা ছিল, নবান্ন অভিযানে লোক হয়নি। যারা লাইমলাইটে আসতে চায় তারাই এসব করেছে। এদের পাত্তা দেওয়ার কিছু হয়নি। তবে আজ তিনি নিজেই এই অভিযান নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন। পূর্ব মেদিনীপুরের তমলুকে প্রশাসনিক বৈঠক থেকে তিনি দাবি করেন, বিজেপি ব্যাগে করে বোমা এনেছিল। পুলিশ চাইলে গুলি চালাতেই পারত কিন্তু চালায়নি।
আরও পড়ুন: একজন বিক্ষোভে, অন্যজনের ঘোষণা, ‘অভিযান শেষ’! দিলীপ-সুকান্ত মতান্তর
ঠিক কী বললেন মমতা? এদিন তিনি বলেন, নবান্ন অভিযানে এসিপি আক্রান্ত হয়েছেন। জগাছার এক পুলিশ কর্মীর চোখ নষ্ট হতে বসেছে। বিজেপি কর্মীরা ব্যাগে করে বোমা এনেছিল। পুলিশ চাইলে গুলি চালাতে পারত কিন্তু তা করা হয়নি। পুলিশ সংযতভাবে পরিস্থিতির মোকাবিলা করেছে। একই সঙ্গে তিনি আরও দাবি করেছেন যে, বিজেপি ট্রেনে করে অন্য রাজ্য থেকে লোক এনেছিল। বহিরাগতদের এনে ঝামেলার সৃষ্টি করেছে। মানুষ পাশে নেই জেনেই এই গুন্ডামি, দাবি করে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি এও বলেন, মঙ্গলাহাট থেকে বড়বাজার, সব জায়গার বাজার নষ্ট করেছে বিজেপি।
বিজেপি খোঁচা দিয়ে মমতার আরও বক্তব্য, আন্দোলন করতে বাধা দেওয়া হয় না। গণতান্ত্রিকভাবে গণতান্ত্রিক দেশে সকলের আন্দোলন করার অধিকার আছে। কিন্তু লোক না থাকলে গুণ্ডামি করবে সেটা হতে পারে না। আন্দোলনের নাম করে ব্যাগে করে বোম নিয়ে আসব, বন্দুক আনব, মাথা ফাটিয়ে দেব, এটা ঠিক নয়। এই মন্তব্য করে কার্যত মুখ্যমন্ত্রী পুলিশকে ক্লিনচিট দিলেন তা বলাই যায়।