কলকাতা: বাংলার অন্যতম পরিচিত এক সংবাদমাধ্যম ‘কলকাতা টিভি’র অফিসে তল্লাশির নামে আয়কর দফতরের অতিসক্রিয়তার অভিযোগ উঠেছিল। সেই ইস্যুতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। আগামী সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে বলে খবর। সিসিটিভি বন্ধ করে তল্লাশি, মহিলা কর্মীদের সঙ্গে অশালীন আচরণ, সংবাদ পরিবেশনে নিয়ন্ত্রণ সহ বিভিন্ন অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে।
আরও পড়ুন-কিশোরদের বয়ঃসন্ধিকালের সমস্যা মেটাতে স্কুলে এবার ‘বন্ধুমহল’! বিশেষ উদ্যোগ রাজ্যের
গত ১৬ আগস্ট ভোরে ‘কলকাতা টিভি’র অফিসে আসেন আয়কর দফতরের আধিকারিকরা, তাঁদের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। সংবাদমাধ্যম থেকে অভিযোগ করা হয়েছে যে, আয়কর আধিকারিকরা প্রথমে সংবাদ কর্মী থেকে শুরু করে সাংবাদিকদের মোবাইল ফোন কেড়ে নেয়। অফিসের সিসিটিভি ক্যামেরা বন্ধ করে দেওয়া হয়। এমনকি কাউকে বাড়ির লোকের সঙ্গেও যোগাযোগ করতে দেওয়া হয়নি। প্রায় ৮০ ঘণ্টা এভাবে তল্লাশি চালানো হয় বলে জানা গিয়েছে। আরও অভিযোগ, আয়কর আধিকারিকরা তল্লাশির নামে পিসিআর রুমে বসে ছিল, কী খবর করা হচ্ছে তার উপর নজরদারি চালান হচ্ছিল। অনেক সংবাদ পরিবেশন করতেও দেওয়া হয়নি।
শেষ পাওয়া তথ্য অনুযায়ী, আয়কর দফতরের কর্তারা অফিসের বিভিন্ন দফতর থেকে মাত্র ১৮ লক্ষ টাকা পাওয়া যায় বলে সিজার লিস্টে উল্লেখ করে। এখন অবশেষে তাঁদের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে চ্যানেল কর্তৃপক্ষ।