পুজোর পরেই রাজ্যে আসার কথা স্বরাষ্ট্রমন্ত্রীর, হবে কি মমতা-সাক্ষাৎ

পুজোর পরেই রাজ্যে আসার কথা স্বরাষ্ট্রমন্ত্রীর, হবে কি মমতা-সাক্ষাৎ

কলকাতা: কয়েক সপ্তাহ আগেই দিল্লি সফরে গিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের ব্যাপার থাকলেও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করার কোনও উপক্রম ছিল না। তবে এবার তা হতে পারে। কারণ পুজোর পর আগামী নভেম্বর মাসে রাজ্যে আসার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। এমনকি সরাসরি নবান্নে যাবেন তিনি। তাহলে কি মমতা-অমিত সাক্ষাৎ হচ্ছে? বিষয়টি এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন- বাজারে আসতে চলেছে ডেঙ্গির টিকা! কবে পাচ্ছে অনুমোদন

কী কারণে নবান্নে যাবেন অমিত শাহ? আসলে পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে যোগ দিতে রাজ্যে আসার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। নবান্নের সভাঘর হবে সেই বৈঠক। তাই অনুমান করা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সাক্ষাৎ হওয়ারই কথা। এই বৈঠকে উপস্থিত থাকার কথা আরও চার রাজ্যের মুখ্যমন্ত্রীর। তবে মমতা-অমিত আলাদা কোনও বৈঠক হবে কিনা, তা এখন থেকে বলা সম্ভব নয়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, এই বৈঠকে যোগ দেবেন বাংলা ছাড়াও ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং সিকিমের মুখ্যমন্ত্রীরা।

এই ধরনের বৈঠকে মূলত নিরাপত্তা, আন্তঃরাজ্য সম্পর্ক নিয়ে আলোচনা হয়। তাই বিশেষজ্ঞদের একাংশের অনুমান, এই ইস্যুতে একাধিক ‘নালিশ’ করতে পারে রাজ্য সরকার। কারণ ইদানীং সীমান্তের নিরাপত্তা এবং রাজ্যের আইন পরিস্থিতি নিয়ে বিতর্ক আরও বেড়েছে। সরকারকে নিশানা করেছে বিরোধীরা। বিশেষত গরু, কয়লা পাচারের ঘটনার অভিযোগের পর আলোচনা আরও বেড়েছে। যদিও রাজ্যের শাসক দল, সরকার এই প্রেক্ষিতে আঙুল তুলেছে কেন্দ্রের দিকেই। এখন দেখা যাক বৈঠকে ঠিক কোন বিষয় স্থান পায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × five =