কলকাতা: টিটাগড়ের স্কুলে ভয়াবহ বিস্ফোরণ৷ ক্লাস চলাকালীন বিস্ফোরণে উড়ল স্কুলের ছাদ৷ উত্তর ২৪ পরগণার টিটাগড়ে সাউথ স্টেশন রোডের একটি স্কুলে এই বিস্ফোরণের ঘটনাটি ঘটে৷ আতঙ্কিত হয়ে পড়ে স্কুলের পড়ুয়া ও শিক্ষক-শিক্ষিকারা৷ ঘন বসতিপূর্ণ এলাকায় ওই স্কুলে বাইরে থেকে বোমা ছোড়া হয়েছিল, নাকি ভিতরেই বোমা মজুত ছিল তা খতিয়ে দেখছে পুলিশ৷ বিস্ফোরণের তীব্রতা কতটা ছিল তাও খতিয়ে দেখা হচ্ছে৷
আরও পড়ুন- সাগরে একাধিক ঘূর্ণাবর্ত! সপ্তমী থেকে দশমী তুমুল বৃষ্টি, মন খারাপের খবর শোনালেন আবহাওয়াবিদ
শনিবার সকাল ১১টা নাগাদ বিস্ফোরণের ঘটনাটি ঘটে। আচমকাই স্কুলের ছাদে বিস্ফোরণের তীব্র আওয়াজ পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন শিক্ষক-শিক্ষিকা এবং পড়ুয়ারা। ভয়ে হুড়োহুড়ি শুরু হয়ে যায় পড়ুয়াদের মধ্যে। দেখা যায় স্কুলের ছাদের সিঁড়িতে বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, স্কুলের ছাদের একটা অংশ উড়ে যায়। তড়িঘড়ি পুলিশে খবর দেওয়া হয়। অকুস্থলে পৌঁছয় টিটাগড় থানার পুলিশ৷ বিস্ফোরণের পর ছড়িয়ে ছিটিয়ে থাকা স্প্লিন্টার উদ্ধার করা হয়েছে। ছাদ থেকে নমুনা সংগ্রহ করছেন তাঁরা৷ এই ঘটনায় উত্তেজনা টিটাগড়ে৷
এই বিস্ফোরণের তীব্রতা আরও বেশি হলে তার পরিণাম ভয়ঙ্কর হতে পারত৷ তবে এদিনের ঘটনা থেকে নিরাপত্তাহীনতার ছবি স্পষ্ট৷ স্কুলের মধ্যে বিস্ফোরণের ঘটনা নিশ্চিত ভাবেই নজিরবিহীন৷ খবর পেয়েই ওই স্কুলে পৌঁছন বারাকপুরের সাংসদ অর্জুন সিং৷ তিনি বলেন, প্রশাসন সকাল থেকেই তৎপর৷ খুব শীঘ্রই আসল অপরাধী ধরা পড়বে৷ কাউকে ভয় দেখানোর জন্যেই এই বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে মনে করা হচ্ছে৷ এমন অদ্ভূত ঘটনা আমাদের এলাকায় আগে কখনও ঘটেনি৷ সিপি-কে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলবেন বলেও জানান অর্জুন৷
অন্যদিকে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন, ‘‘পুরো বাংলাটাই সন্ত্রাসের আঁতুর ঘরে পরিণত হয়েছে৷ এখানে শুধু বোমা শিল্প রয়েছে৷ ছোট বাচ্চাদেরও রেয়াত করা হচ্ছে না৷ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ভাবে বলেছেন মাথায় গুলি করতাম, এগুলো তারই প্রতিক্রিয়া৷ গুলি করতে পারতাম মানে বোমাও ছুড়তেও পার৷ এই ঘটনায় সিবিআই তদন্ত হওয়া উচিত৷ সিআইডি তদন্তভার নিলে, আসল সত্যটা কখনও সামনে আসবে না৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>