কলকাতা: শনিবার বাহাত্তরে পা দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর জন্মদিনকে কেন্দ্র করে গেরুয়া শিবির বিরাট কিছু আয়োজন করেছে। বিভিন্ন জায়গায় একাধিক কর্মসূচি পালন করা চলছে। এরই মধ্যে বিরোধী নেতাদের থেকে জন্মদিনের শুভেচ্ছাবার্তা পেলেন নরেন্দ্র মোদী। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন তাঁকে শুভেচ্ছা জানালেন, ঠিক তেমনই কংগ্রেস নেতা রাহুল গান্ধী থেকে আরও অনেকেই তাঁকে বার্তা দেন।
আরও পড়ুন- বাজারে আসতে চলেছে ডেঙ্গির টিকা! কবে পাচ্ছে অনুমোদন
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষ্যে টুইট করে লিখেছেন, ”মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাঁর ৭২তম জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানাই। আপনার সুস্বাস্থ্য এবং খুশি কামনা করি।” কংগ্রেস নেতা রাহুল গান্ধীও ”প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনের শুভেচ্ছা” লিখে টুইট করেছেন। এছাড়াও শশী থারুর থেকে শুরু করে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তাঁকে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন।
Heartiest greetings to the Hon’ble Prime Minister Shri @narendramodi ji, on his 72nd birthday.
I pray to God for your good health and happiness.
— Mamata Banerjee (@MamataOfficial) September 17, 2022
এদিকে আগেই জানা গিয়েছিল যে, নরেন্দ্র মোদীর তাঁর জন্মদিনেই নামিবিয়া থেকে আনা চিতাদের ছাড়বেন মধ্যপ্রদেশের কুনো পালপুর জাতীয় উদ্যানে। সেই মতো শনিবার সকালেই ৮ টি চিতাদের ছেড়েছেন তিনি। অন্যদিকে, বিজেপি শিবিরের পক্ষ থেকে বিরাট আয়োজন করা হচ্ছে তাঁর জন্মদিন পালন করার জন্য। এদিন যে শিশুদের জন্ম হবে প্রত্যেককে নাকি সোনার আংটি দেওয়া হবে। অন্যদিকে, কোথাও আয়োজন করা হয়েছে ‘৫৬ ইঞ্চি’ মোদী থালির। দিল্লির এক ব্যবসায়ী মোদীকে সম্মান জানিয়ে এই ডিশ রাখছেন তাঁর রেস্তোরাঁয়। এছাড়া এতদিনে যা যা উপহার তিনি পেয়েছেন তা নাকি নিলামের ব্যবস্থা করা হয়েছে। নিলাম থেকে যে অর্থ উঠবে তা ‘নমামি গঙ্গে’ প্রকল্পে খরচ করা হবে বলে জানা গিয়েছে। অন্তত ১২০০টি জিনিস থাকবে এই নিলামে।