Breaking: নিয়োগ মামলায় ফের সিবিআই পদক্ষেপ, এসএসসি’র প্রাক্তন চেয়ারম্যান গ্রেফতার

Breaking: নিয়োগ মামলায় ফের সিবিআই পদক্ষেপ, এসএসসি’র প্রাক্তন চেয়ারম্যান গ্রেফতার

কলকাতা: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় আবার গ্রেফতারি। এবার প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যকে গ্রেফতার করল সিবিআই। তিনি আবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যও বটে। এর আগে এই নিয়োগ মামলাতেই সিবিআই গ্রেফতার করে শান্তিরঞ্জন সিনহা, অশোক সাহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে। ইডির হাতে গ্রেফতার হওয়া রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কেও তারা হেফাজতে নিয়েছে। এবার সুবীরেশ ভট্টাচার্য গ্রেফতার হলেন। বিগত বেশ কিছু দিন ধরেই তাঁর বাড়িতে দফায় দফায় তল্লাশি অভিযান চালিয়েছিল গোয়েন্দারা।

আরও পড়ুন- শান্তিপ্রসাদের ফের সিবিআই হেফাজত, পার্থ-কল্যাণময়ের মতোই নিজামের ‘বাসিন্দা’

কলকাতার বাঁশদ্রোণী এলাকায় তাঁর ফ্ল্যাট ছিল। সেই ফ্ল্যাট সিল করা হয়। নিয়োগ দুর্নীতিতে তাঁর কী ভূমিকা সেটাই খতিয়ে দেখতে পদক্ষেপ নিয়েছিল সিবিআই। বাড়ি ছাড়াও তাঁর দফতরেও তল্লাশি অভিযান চালান হয়। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় চত্বরে সুবীরেশের কোয়ার্টারেও যায় সিবিআই। আজ অবশেষে তাঁকে গ্রেফতার করল তাঁরা। বিষয় হল, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে প্রাক্তন বিচারপতি আর কে বাগের কমিটির রিপোর্টে সুবীরেশ ভট্টাচার্যের নাম ছিল। এই মুহূর্তে এই মামলায় সিবিআই গ্রেফতারির সংখ্যা ৬।

শিক্ষক নিয়োগ দুর্নীতির ৩ প্রধান অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়, কল্যাণময় গঙ্গোপাধ্যায় ও শান্তিপ্রসাদ সিনহা, এই মুহূর্তে তিনজনেই আছেন সিবিআই হেফাজতে। মূলত তাঁদের কাছ থেকে সিবিআই জানতে চাইছে, এসএসসি’র নিয়োগপত্র কার নির্দেশে দেওয়া হয়েছিল? নিয়োগপত্র নিয়ে তাঁদের কী ভূমিকা ছিল? এর উত্তর পেতে তিন জনকে মুখোমুখি বসিয়ে জেরার কথাও ভাবছে সিবিআই৷ তেমনটাই সিবিআই সূত্রের খবর। এবার সুবীরেশ ভট্টাচার্যকেও তাদের সামনে বসানো হবে কিনা, তা সময়ই বলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *