কলকাতা: মহালয়া হয়ে গিয়েছে। হাতে গোনা দিন পরই শুরু বাঙালির শ্রেষ্ঠ উৎসব। কিন্তু সেই দুর্গাপুজো শুরুর আগেই বিতর্ক দানা বাঁধল। আর অভিযোগ উঠল কলকাতা পুলিশের বিরুদ্ধে। বিজেপি নেতা অভিজিৎ সরকারের দাদা অভিযোগ করেছেন যে, পুলিশ তাদের পুজোর অনুমোদন দিচ্ছে না, পুজো আটকে দিচ্ছে। এই নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থও হয়েছেন তিনি।
আরও পড়ুন- লাগাতার আন্দোলনের জের, অস্থায়ী বাসকর্মীদের জন্য বড় ঘোষণা পরিবহণ মন্ত্রীর
অভিজিৎ সরকারের পুজোর অনুমোদন দেয়নি কলকাতা পুলিশ। এই ইস্যু তুলে ধরেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তার দাদা বিশ্বজিৎ সরকার। সোমবার সেই মামলার ভিত্তিতে রাজ্যকে নোটিশ দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজা শেখর মান্থা। মঙ্গলবার এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। কলকাতার কাঁকুড়গাছির বাসিন্দা ছিলেন বিজেপি কর্মী অভিজিৎ সরকার। একুশের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিনই মৃত্যু হয় তাঁর। ভোট পরবর্তী হিংসায় এই মৃত্যু বলে অভিযোগ তোলে বিজেপি। নিশানায় তৃণমূল কংগ্রেস। সেই মামলা এখনও চলছে। এবার পুজো সংক্রান্ত মামলাও যুক্ত হল।
ভোট পরবর্তী হিংসা মামলায় বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পালকে ডেকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করেছেন সিবিআই আধিকারিকরা। অভিযোগ পরেশের নির্দেশে অভিজিতের উপর হামলা চালানো হয়েছিল। অভিজিতের পরিবার পরেশ পাল-সহ তৃণমূলের বেশ কয়েকজন নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। সেই ঘটনাতেই তাঁকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। যদিও পরেশ জানিয়েছেন সিবিআই তাঁকে যতবার ডাকবে ততবার তিনি সাড়া দেবেন। পরেশ মনে করেন এভাবে তাঁকে হেনস্থা করা হচ্ছে।