কলকাতা: চতুর্থী, পঞ্চমীতে বৃষ্টি হয়েছে, পুজোর দিনগুলিতেও যে বর্ষণ হবে তার ইঙ্গিত আগে থেকেই দিয়েছে আবহাওয়া দফতর। এই কারণে বাঙালির মন খারাপ। তবে কোথায় কেমন বৃষ্টি হবে তার আভাস খুব একটা পাওয়া যাচ্ছিল না। এবার সেই বিষয়টি পরিষ্কার করে দিল হাওয়া অফিস। ষষ্ঠী থেকে নবমী, রাজ্যের সব জেলায় কোথায় কতটা বৃষ্টি হবে, তার একটা চিত্র এঁকে দেওয়া হয়েছে।
আরও পড়ুন- দৈনিক সংক্রমণ কমলেও বঙ্গে কোভিড চিন্তা যাচ্ছে না, দোসর ডেঙ্গি
আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পূর্ব এবং পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে শনিবার যা রবিবারের মধ্যেই নিম্নচাপে পরিণত হতে পারে। তার জেরেই এবারের পুজো ভাসতে পারে বলে আশঙ্কা। কোথাও মাঝারি বা কোথাও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে বৃষ্টি যে হবেই সেটা একদম স্পষ্ট। তাহলে এক ঝলকে দেখে নেওয়া যাক ষষ্ঠী থেকে নবমী কোন জেলায় কত বৃষ্টি হতে পারে।
ষষ্ঠী– দক্ষিণবঙ্গের কলকাতা সহ দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, বীরভূম জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। ওদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার সহ ৮ জেলায় ভারী বৃষ্টি হতে পারে বলেই পূর্বাভাস।
সপ্তমী– ষষ্ঠীর মতোই এদিনও কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা। ৭০ মিলিমিটার থেকে ১১০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টির দেখা মিলবে বলে ধারণা। কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে।
অষ্টমী– গত দুই দিনের মতো এই দিনেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় তো বটেই কলকাতা সংলগ্ন বিভিন্ন জেলা যেমন হাওড়া, হুগলিতেও বৃষ্টি হওয়ার পুরো সম্ভাবনা। বীরভূম এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে এদিন উত্তরবঙ্গে খুব একটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। হালকা বৃষ্টি হতে পারে মূলত ৮ জেলায়।
নবমী– বিজয়ার আগের দিনও বৃষ্টি পিছু ছাড়বে না বঙ্গের। দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও বৃষ্টির ধারা অব্যাহত থাকবে। কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, প্রায় সব জেলাতেই বর্ষণ হবে।