পুজোর শুরুতেও ডেঙ্গি নিয়ে ভয়, একদিনে আক্রান্ত ৯০০-র বেশি

পুজোর শুরুতেও ডেঙ্গি নিয়ে ভয়, একদিনে আক্রান্ত ৯০০-র বেশি

কলকাতা: ঠিক পুজোর মুখে দাঁড়িয়ে রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছিল প্রায় ২০ হাজারে! একই সঙ্গে মৃত্যু নিয়েও চিন্তা বেড়েছে। আজ স্বস্থই। আর পুজো শুরুর মুখেই সেই সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে গেল। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৯২৪ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার সংখ্যাটা ছিল ৬৩৫। ফলে বোঝাই যাচ্ছে, কতটা চিন্তা বাড়ছে বঙ্গের জনতার।

আরও পড়ুন- ‘এমন দুর্নীতি দেশে হয়নি’, লালু, সুখরামকেও ছাপিয়ে গিয়েছে, পার্থ-কাণ্ড বিস্ফোরক সৌগত

মহালয়ার পর থেকেই পুজো মণ্ডপগুলিতে ভিড় বাড়তে শুরু করেছিল। আজ থেকে তো আরও বেশি ভিড় হবে যেটা প্রত্যাশিত। তাই বিশেষজ্ঞদের চিন্তার কারণ আরও বাড়ল। এই ভিড়ের জন্য একদিকে যেমন করোনার বাড়বাড়ন্ত নিয়ে ভয়, অন্যদিকে ডেঙ্গির প্রকোপ কোন দিকে যাবে সে নিয়েও আতঙ্ক। তবে ইতিমধ্যেই নতুন নির্দেশিকা দেওয়া হয়েছে স্বাস্থ্য দফতরের তরফে। চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের জেলার বাইরে যাওয়া নিয়ে নয়া নির্দেশিকা দেওয়া হয়েছে। স্বাস্থ্য দফতরের নির্দেশ, তারা কেউ যদি বাইরে যেতে চান এই সময়ে তাহলে উর্দ্ধতন কর্তৃপক্ষের লিখিত অনুমতি নিতে হবে। সেই অনুমতি ছাড়া চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা কর্মসূত্রে থাকা শহর ছাড়তে পারবেন না।

ব্লক-মহকুমা হাসপাতাল, মেডিক্যাল কলেজের চিকিৎসক, অ্যাডিশনাল সুপার, অ্যাসিস্ট্যান্ট সুপারদের শহরেই থাকতে হবে বলে স্পষ্টভাবে জানান হয়েছে। মনে করা হচ্ছে, শহরের ডেঙ্গি বৃদ্ধি আটকাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ এখনও পর্যন্ত অনেকের মৃত্যু হয়েছে এই মশা বাহিত রোগে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + 15 =