কলকাতা: পুজো শুরুতে যে পূর্বাভাস দেওয়া হয়েছিল তা ষষ্ঠীর দিন মিলে গিয়েছে। দুপুরের পর থেকে আকাশ মেঘলা করে এসেছিল এবং বিকেলে পর কয়েক দফায় ব্যাপক বৃষ্টি হয়েছে দক্ষিণ কলকাতায়। পুজোয় বৃষ্টি নিয়ে মন খারাপ হয়ে আছে বাঙালির। তবে সপ্তমীর জন্যও সুখবর দিতে পারল না হাওয়া অফিস। বরং আরও বড় আপডেট দিয়ে জানান হল, এদিন জোড়া ঘূর্ণাবর্তের প্রভাব পড়বে! দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন- দৈনিক সংক্রমণ কমলেও বঙ্গে কোভিড চিন্তা যাচ্ছে না, দোসর ডেঙ্গি
হাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণবঙ্গের তিন জেলায় রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই তিন জেলা হল উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর। কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টি হতে পারে বলেও খবর। আসলে এই মুহূর্তে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। আবার আগামী ২০ ঘণ্টার মধ্যে উত্তর-পূর্ব সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। এই দুইয়ের কারণেই সপ্তমী বৃষ্টিমুক্ত হবে না। ষষ্ঠীর সকাল থেকে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় রোদ ছিল। সপ্তমীর শুরুতেও কিছুটা রোদ আছে। তবে বেলা বাড়লেই আবহাওয়া বদলাবে।
অষ্টমীর দিনেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় তো বটেই কলকাতা সংলগ্ন বিভিন্ন জেলা যেমন হাওড়া, হুগলিতেও বৃষ্টি হওয়ার পুরো সম্ভাবনা। বীরভূম এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ওদিকে নবমীতে দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও বৃষ্টির ধারা অব্যাহত থাকবে। কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, প্রায় সব জেলাতেই বর্ষণ হবে।