কলকাতা: আগের শুনানিগুলিতে একাধিকবার জামিনের আবেদন করেছিলেন তিনি। শারীরিক অসুস্থতার কথা বলে লাভ হয়নি, কান্নাকাটি করেও কোনও ফল পাননি। তাই এবার হয়তো সেইসব ভেবেই আর জামিনের আবেদনই করলেন না নিয়োগ কাণ্ডে গ্রেফতার হওয়া পার্থ চট্টোপাধ্যায়। দশমীর দুপুরে এসএসসি মামলার শুনানি ছিল বিশেষ আদালতে। বিচারক তাঁকে আরও ১৪ দিনের অর্থাৎ আগামী ১৯ অক্টোবর পর্যন্ত জেল হেফাজত দিয়েছেন। একই সঙ্গে এসএসসি মামলায় অভিযুক্ত শান্তিপ্রসাদ সিনহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য এবং অশোক কুমার সাহারও ওই একই দিনের জেল হেফাজত দেওয়া হয়েছে।
আরও পড়ুন- SSC-র বিজ্ঞপ্তিতে ‘ভুল’, বিভ্রান্তি নিয়ে সাফাই দিলেন চেয়ারম্যান
সর্বপ্রথম ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তারপর তাঁকে যতবার আদালতে তোলা হয়েছে ততবার তিনি জামিন চেয়েছিলেন। সশরীরে হোক কিংবা ভার্চুয়াল শুনানি, জামিনের আবেদন থেকে সরে যাননি পার্থ। এমনকি তিনি আদালত কক্ষে কান্নাকাটি করেছেন বলেও শোনা গিয়েছিল। এছাড়া নিজের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বলে, কাজের খতিয়ান দিয়ে, শারীরিক অসুস্থতার কথা বলে জামিন নেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু কোনও লাভ হয়নি। কোনওবারই রাজ্যের প্রাক্তন মন্ত্রী জামিন পাননি। তাই অনেকের মতে, এবার পার্থ নিজেই বুঝেছিলেন যে কিছু বলেই তিনি জামিন পাবেন না। তাই হয়তো আবেদনই করেননি। যদিও শান্তিপ্রসাদ, সুবীরেশ, কল্যাণময়, অশোকেরা জামিনের আবেদন করেছিলেন। কিন্তু আদালত তাঁদের সেই আবেদন খারিজ করেছে।
তবে এই দুর্গাপুজোর মধ্যে জেলে থাকলেও পার্থ চট্টোপাধ্যায়ের জন্য ব্যবস্থা কিছু কম হয়নি। পুজোর চারদিন ভাত, মাছের মাথা দিয়ে মুগের ডাল থেকে শুরু করে কাতলা মাছের ঝোল, ডিম তরকা, লুচি, পনির, কাবলি ছোলার তরকারি সহ নানা ধরনের মিষ্টি ছিল তাঁর খাবারের পাতে। উল্লেখ্য, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গত ২৩ জুলাই নাকতলার বাড়ি থেকে গ্রেফতার করা হয় প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে।