কলকাতা: শ্মশান-দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ শুরু করেছে কাঁথি থানার পুলিশ এবং সেই কারণেই এদিন তলব করা হয়েছিল বিজেপি বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীকে। সকাল থেকে বেশ কয়েক ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে সূত্রের খবর। ইলেকট্রিক চুল্লির জন্য নির্দিষ্ট করে রাখা জমিতে বেআইনিভাবে দোকান তৈরি করে তা নগদে বিক্রি করার অভিযোগ উঠেছে কাঁথির অধিকারী পরিবারের বিরুদ্ধে। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দুর বিরুদ্ধেই মূল অভিযোগ। ইতিমধ্যেই এই ঘটনায় দু’জন গ্রেফতার হয়েছে।
আরও পড়ুন- অর্থ কমছেই না! ব্যবসায়ী আমিরের আরও ২০ কোটি টাকা উদ্ধার
আসলে এর আগে কাঁথির শ্মশানে স্টল বিলি সংক্রান্ত মামলায় বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীর রক্ষাকবচ বহাল রেখেছিল কলকাতা হাইকোর্ট। পরে আবার মামলার শুনানি হয়। এখন এই মামলার তদন্তের প্রেক্ষিতেই আজকের জিজ্ঞাসাবাদ। যদিও গত ১১ আগস্ট কলকাতা হাইকোর্ট সৌমেন্দুকে অন্তর্বর্তীকালীন রক্ষাকবচ দেয়। জানানো হয়, গ্রেফতার করা যাবে না তাঁকে। তার মধ্যেও বেশ কয়েক বার কাঁথি থানায় তলব করা হয়েছিল তাঁকে। শেষে গত ২৯ সেপ্টেম্বর কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ রক্ষাকবচ দেয় তাঁকে। আদালত জানায়, সৌমেন্দুকে গ্রেফতার করা যাবে না। তবে সংশ্লিষ্ট মামলার তদন্তে তাঁকে সহযোগিতা করতে হবে।
এই নির্দেশ আসার পরেই শুক্রবার বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ভাইকে ডেকে পাঠায় কাঁথি থানার পুলিশ। শ্মশানের জমিতে বেআইনিভাবে দখল করে সেখানে দোকান বসিয়ে কোটি কোটি টাকার ব্যবসা চালাচ্ছে বলে অভিযোগ রাজ্যের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে।