কলকাতা: করোনা কালে যে ঝড় এসেছিল তার ভয়ঙ্কর স্মৃতি এখনও তাড়া করে বেড়ায় বঙ্গের মানুষকে। আমফানের রোষে তছনছ হয়েছিল অনেক কিছু। এই ঘূর্ণিঝড়ের পরেও অন্য ঝড় এসেছে বটে তবে তার প্রভাব আমফানের মতো ছিল না। কিন্তু এবার কি সেই দিন ফিরে আসছে? চিন্তায় পড়েছে বাংলার মানুষ কারণ মার্কিন আবহাওয়া পূর্বাভাস মডেলের দাবি, পশ্চিমবঙ্গে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ যার প্রভাব হতে পারে আমফানের মতই।
আরও পড়ুন- প্রয়াত উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব, বয়স হয়েছিল ৮৩ বছর
আলিপুর আবহাওয়া দফতর আগেই পূর্বাভাস দিয়েছিল যে, বুধবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারি থেকে অতিভারি বৃষ্টি হবে। বঙ্গোপসাগরে প্রচুর জলীয় বাষ্প ঢুকেছে। সেই কারণেই প্রবল বৃষ্টি হবে বলে জানান হয়েছে। এবার জানা গেল, দক্ষিণবঙ্গের দিকে আগামী সপ্তাহে ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’। আগামী ১৮ থেকে ২৫ তারিখের মধ্যে এই সুপার সাইক্লোন সৃষ্টি হওয়ার কথা রয়েছে। এই ঘূর্ণিঝড় তৈরি হলে তা সরাসরি আঘাত হানতে পারে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে। ঝড়ের গতি ঘণ্টায় ২০০ কিমি পর্যন্ত ছুঁতে পারে বলেও আশঙ্কা করা হয়েছে। সেই প্রেক্ষিতেই কলকাতা সহ রাজ্যের উপকুলবর্তী জেলাগুলিকে চরম সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে।
এমনিতেই আভাস মিলেছে যে, উত্তরের জেলাগুলিতে প্রবল বর্ষণ দেখা যাবে। আগামী বুধবার পর্যন্ত এই বৃষ্টি চলবে বলেই পূর্বাভাস দেওয়া হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ইতিমধ্যেই কমলা সতর্কতা জারি করা হয়েছে। কালিম্পং, কোচবিহার ও উত্তর দিনাজপুরে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। প্রত্যেক জেলাতেই ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে। বৃষ্টি থেকে নিস্তার পাচ্ছে না কলকাতা এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলাও।