কেষ্ট-কন্যার পর ভাগ্নে! জিজ্ঞাসাবাদের জন্য তলব করল সিবিআই

কেষ্ট-কন্যার পর ভাগ্নে! জিজ্ঞাসাবাদের জন্য তলব করল সিবিআই

বোলপুর:  এবার সিবিআই নজরে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের ভাগ্নে রাজা ঘোষ৷ বুধবার কেষ্ট-কন্যা সুকন্যার সংস্থাকে নোটিস দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। একই দিনে সিবিআই নোটিস গেল অনুব্রতর ভাগ্নে রাজা ঘোষের কাছে৷ বুধবার সকালে রাজার বাড়িতে গিয়ে তাঁকে নোটিস দিয়ে আসেন কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা।

আরও পড়ুন- অ্যাকাউন্ট ফ্রিজ করার বিরোধিতা, এনামুলের তিন ভাগ্নে গেল ডিভিশন বেঞ্চে

বুধবার সকালে অনুব্রতর ভাগ্নে রাজা ঘোষের বোলপুরের বাড়িতে পৌঁছন সিবিআইয়ের দুই আধিকারিক। সেই সময় বাড়িতেই ছিলেন তিনি৷ তাঁর হাতেই নোটিস দেওয়া হয়৷ এই রাজা এক সময় ছিলেন বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি৷ বোলপুরে রাজা এবং তাঁর স্ত্রী পারমিতার নামে একটি চালকল রয়েছে। শান্তিনিকেতনের গুরুপল্লির বাড়ি ছেড়ে এখন বোলপুরের কাছারিপট্টি এলাকায় থাকেন তাঁরা। এদিন রাজাকে নোটিস দেওয়ার পাশাপাশি, বোলপুরের অতিরিক্ত জেলা সাব রেজিস্ট্রারের (এডিএসআর) অফিস থেকে সংশ্লিষ্ট এলাকায় অনুব্রত এবং তাঁর মেয়ের নামে জমিজমা সংক্রান্ত তথ্য চেয়ে পাঠিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ 

বুধবারই গরু পাচার মামলায় গ্রেফতার অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলের কোম্পানির হাতেও নোটিস ধরায় সিবিআই। আগামী সোমবারের মধ্যে এএনএম অ্যাগ্রোকেম নামে ওই কোম্পানির দুই ডিরেক্টর সুকন্যা মণ্ডল এবং বিদ্যুৎ বরণ গায়েনকে সমস্ত নথি জমা করতে হবে৷