কলকাতা: গরু পাচার মামলায় নয়া মোড়। অন্যতম মূল অভিযুক্ত এনামুল হকের তিন ভাগ্নে এবার দ্বারস্থ হল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। আসলে আদালতের সিঙ্গেল বেঞ্চের নির্দেশ ছিল তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে রাখার। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার ডিভিশন বেঞ্চে আবেদন করল তারা। জরুরি ভিত্তিতে এই মামলা শোনার আবেদন বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার সম্ভবত মামলার শুনানি হবে।
আরও পড়ুন: বাঁকুড়ার পাহাড়ি গুহা ফের আলোচনার কেন্দ্রে, কী আছে এখানে
গরু পাচার মামলায় সিআইডি এনামুলের ভাগ্নেদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে। অভিযোগ ছিল, এই অ্যাকাউন্ট থেকেই পাচার হয়েছে কয়েক কোটি টাকা। পরে ওই অ্যাকাউন্ট চালু করার আবেদন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্থা খারিজ করে দেন। সেই রায় চ্যালেঞ্জ করে এবার ডিভিশন বেঞ্চে ভিন দেশে গা ঢাকা দেওয়া ওই অভিযুক্তরা। এই মামলায় তদন্ত অনেকদুরেই এগিয়েছে। গ্রেফতার হয়েছেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল এবং তাঁর মেয়ে সহ পরিজনদের অনেকের দিকেই নজর আছে সিবিআইয়ের। সম্প্রতি অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলের কোম্পানির হাতে এবার নোটিস ধরিয়েছে সিবিআই।
অনুব্রত কন্যা সম্পর্কে সিবিআই পরে জানতে পারে তিনি একাধিক সংস্থার মালিক৷ কেষ্ট-কন্যার নামে চালকলের হদিস আগেই পেয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার জানা গেল এএনএম অ্যাগ্রোকেম নামে একটি কোম্পানির যুগ্ম ডিরেক্টর পদে রয়েছেন সুকন্যা। অন্যদিক অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনকে নিয়েও তদন্ত এগোচ্ছে ইডি।